ইউক্রেনের হয়ে গুপ্তচরবৃত্তি করার কারণে এক রুশ নাগরিককে ১৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ওই ব্যক্তি মস্কোর কাছাকাছি অবস্থিত একটি সামরিক ঘাঁটির তথ্য ইউক্রেনকে দিয়েছেন এমন অভিযোগের ভিত্তিতে রাশিয়ার একটি সামরিক আদালত তাকে কারাদণ্ড দিয়েছেন।
Advertisement
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে ইউক্রেন রাশিয়ায় আক্রমণের প্রস্তুতি নিয়েছে। রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, গত এপ্রিলের শেষের দিকে রাজধানী মস্কো থেকে ৪০ কিলোমিটার (২৫ মাইল) পোডোলস্ক দক্ষিণে একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ভিডিও ধারণ করে ইউক্রেনকে দিয়েছিল অভিযুক্ত ব্যক্তি।
ওই কমিটি আরও জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি সামরিক সাইটের বিরুদ্ধে ড্রোন হামলার নির্দেশনা দেওয়ার জন্য ইউক্রেনীয় পরামর্শদাতাদের কাছে ভৌগলিক তথ্যসহ ছবি পাঠিয়েছিলেন।
২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে আকস্মিক হামলা চালায় রাশিয়া। তিন বছর ধরে দুপক্ষের মধ্যে সংঘাত চলছে। রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, ২০১৭ সালে ইউক্রেন থেকে অস্ত্র এনে ব্রিয়ানস্ক, কুরস্ক এবং বেলগোরোদসহ বিভিন্ন স্থানে হামলার পরিকল্পনা করেছিলেন অভিযুক্ত ব্যক্তি।
Advertisement
তিনি যে হামলার জন্য প্রস্তুতি নিয়েছেন, অস্ত্র পাচার এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন সে বিষয়ে তথ্য প্রমাণ পেয়েছে আদালত। এসব ঘটনায় তাকে অভিযুক্ত করা হয়েছে।
টিটিএন