মেঘ-পাহাড়ের উপত্যকা রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটন ও বিনোদন কেন্দ্রে যেতে আর কোনো বাধা নেই। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সোমবার রাতে অনির্দিষ্টকালের জন্য ভ্রমণে নিরুৎসাহিত করা হলেও মঙ্গলবার দুপুরে সেটি প্রত্যাহার করা হয়েছে।
Advertisement
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে রাঙামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) পাঠান মো. সাইদুজ্জামানের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন এলাকায় সোমবার (২৪ ফেব্রুয়াারি) দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পর্যটকদের নিরাপত্তা বিবেচনায় সাময়িকভাবে সাজেক ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করা হয়।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে অগ্নিকাণ্ডের পরিস্থিতি এবং পর্যটকদের ভ্রমণ বিষয়ে বিশেষ সভা হয়। অগ্নিকাণ্ডের পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় সভায় সর্বসম্মতিক্রমে মঙ্গলবার বিকেল থেকে সাজেক ভ্রমণের জন্য উন্মুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। এমতাবস্থায় মঙ্গলবার বিকেল থেকে সাজেকে পর্যটক ভ্রমণের জন্য উন্মুক্ত করা হলো।
Advertisement
এর আগে সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্রের ‘অবকাশ ম্যানুয়েল রিসোর্ট’ সহ আশপাশের এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। প্রশাসনের সর্বশেষ তথ্য অনুযায়ী, আগুনের ঘটনায় ৯৪টি স্থাপনা ভস্মীভূত হয়েছে। এর মধ্যে ৩৫টি স্থানীয় লুসাই ও ত্রিপুরার জনগোষ্ঠীর পরিবারও রয়েছে। রিসোর্ট-কটেজ মালিকদের পাশাপাশি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন সাজেকের লুসাই-ত্রিপুরারা। তাদের এখন খোলা আকাশের নিচে দিন-রাত কাটছে।
এএইচ/জেআইএম