ধর্ম

যে দোয়া ইহকাল ও পরকালের কল্যাণে যথেষ্ট

হজরত বুরাইদা রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন, প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর দশটি বাক্য পাঠ করবে; আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যান। তার মধ্যে পাঁচটি বাক্য দুনিয়ার সঙ্গে সম্পৃক্ত। আর পাঁচটি বাক্য পরকালের সঙ্গে সম্পৃক্ত। প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কর্তৃক বর্ণিত দোয়াটি তুলে ধরা হলো-

Advertisement

উচ্চারণ : ‘হাসবিয়াল্লাহু লি-দ্বীনী; হাসবিয়াল্লাহু লি-দুনিয়ায়ি। হাসবিয়াল্লাহু লিমা আহাম্মানী; হাসবিয়াল্লাহু লিমান বাগা আলাইয়্যা। হাসবিয়াল্লাহু লিমান হাসাদানী; হাসবিয়াল্লাহু লিমান কাদানী বিসু-য়িন। হাসবিয়াল্লাহু ইনদাল মাউতি; হাসবিয়াল্লাহু ইনদাল মাসআলাতি ফিল কাবরি; হাসবিয়াল্লাহু ইনদাল মিজান। হাসবিয়াল্লাহু ইনদাস সিরাতি; হাসাবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা-হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব।’

অর্থ : দুনিয়ার পাঁচটি বিষয়‘আল্লাহ তাআলাই আমার দ্বীন ও দুনিয়ার জন্য যথেষ্ট। যা কিছু আমাকে পেরেশান করবে সে ব্যাপারে আল্লাহ আমার জন্য যথেষ্ট; যে ব্যক্তি আমার বিরোধিতা করবে তার ব্যাপারেও আল্লাহ আমার জন্য যথেষ্ট। যে আমার সঙ্গে হিংসা করবে তার ব্যপারে আল্লাহ আমার জন্য যথেষ্ট; যে আমার বিরুদ্ধে কুচক্রান্ত করে তার ব্যপারেও আল্লাহ আমার জন্য যথেষ্ট।

পরকালের পাঁচটি বিষয়মৃত্যুর সময় আল্লাহ আমার জন্য যথেষ্ট; কবরের প্রশ্ন-উত্তরের সময় আল্লাহ আমার জন্য যথেষ্ট; মিজানে আমল পরিমাপের সময়েও আল্লাহ আমার জন্য যথেষ্ট। পুলসিরাত পার হওয়ার সময় আল্লাহ আমার জন্য যথেষ্ট; আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ব্যতীত আর কোনো উপাস্য নেই, আমি তার ওপর ভরসা রাখি, আমি তার প্রতি মনোনিবেশ করি।’

Advertisement

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে উল্লেখিত ১০টি বিষয়ের ব্যাপারে প্রত্যেক ফরজ নামাজের পর প্রার্থনা করার তাওফিক দান করুন। বান্দার প্রতি কাজকে তাঁর জন্য কবুল করে নিন। আমিন।

এমএমএস/এমএস