বলিউড অভিনেতা আমির খানের ‘সিতারে জামিন পার’ সিনেমাটি ২১ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আমির খান ও জেনেলিয়া ডি’সুজা। ‘তারে জামিন পার’র মতো আমিরের ‘সিতারা জামিন পার’র গল্পও মন জয় করেছে সিনেমাপ্রেমীদের। এ সিনেমায় আমিরের অসাধারণ অভিনয় বেশ প্রশংসিত হচ্ছে।
Advertisement
‘সিতারে জামিন পার’ সিনেমাটি সমালোচকদের কাছ থেকেও প্রশংসা কুড়াচ্ছে। সঙ্গে বক্স অফিসেও হিট হয়েছে আমির খানের নতুন সিনেমাটি। সপ্তম দিনে আবারও দারুণ আয় করেছে নির্মাতা আর এস প্রসন্নর সিনেমা। জেনে নেওয়া যাক এখন পর্যন্ত কত আয় হয়েছে-
‘সিতারে জামিন পার’র গল্পে যেমন হাসি লুকিয়ে আছে, তেমনই আছে দুঃখ। যা আপনাকে হাসানোর পাশাপাশি কাঁদাবে। এটি একটি সম্পূর্ণ বিনোদনমূলক সিনেমা। হল ফেরত দর্শকরাও সিনেমার প্রশংসায় ভাসাচ্ছেন।
‘সিতারে জামিন পার’ প্রথম দিনে ১০.৭ কোটি রুপি দিয়ে আয়ের সূচনা করেছিল। এবার সিনেমাটির বুধবারের আয় জানা গেছে। ‘স্যাকনিলক’র প্রাথমিক প্রতিবেদন বলছে, ‘সিতারে জামিন পার’ সপ্তম দিনে ভারতের বক্স অফিসে আয় করেছে ৬.৭৫ কোটি রুপি। যা সপ্তাহের মাঝের দিন হিসেবে মোটেই খারাপ নয়। এর মোট সংগ্রহ এখন ৮৯.১৫ কোটি রুপিতে পৌঁছেছে। শুক্র-শনি-রোববারে সিনেমার সংগ্রহ আরও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
Advertisement
‘সিতারে জামিন পার’র সিনেমাটি মুক্তির পর থেকে প্রতিদিন কত আয় করেছেন তা জেনে নেওয়া যাক- মুক্তির দিন- ১০.৭ কোটি রুপি, দ্বিতীয় দিন ২০.২ কোটি রুপি, তৃতীয় দিন ২৭.২৫ কোটি রুপি, চতুর্থ দিন ৮.৫ কোটি রুপি, পঞ্চম দিন ৮.৫ কোটি রুপি, ষষ্ঠ দিন- ৭.২৫ কোটি রুপি।
আরও পড়ুন চার দিনেই ১০০ কোটির ক্লাবে আমিরের সিনেমা নতুন সিনেমায় নিজের রেকর্ড নিজেই ভাঙলেন আমিরবিশেষ চাহিদা সম্পন্নদের নিয়ে নির্মিত মানবিক ‘সিতারে জামিন পার’ সিনেমায় আমির খানকে দেখা গেছে একজন বাস্কেটবল কোচের চরিত্রে। এতে অভিনয় করেছেন ১০ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিল্পী। তাদের সবার অভিনয় দর্শক হৃদয়ে গভীর ছাপ ফেলেছে।
কাশ্মীর ইস্যুতে সিনেমাটিকে বয়কটের ডাক এলেও এর গল্প, অভিনয় ও নির্মাণের মুন্সিয়ানার স্রোতে ভেসে গেছে সব নেতিবাচকতা।
এমএমএফ/জিকেএস
Advertisement