আত্মজাগরণ, আত্মবিশ্লেষণ ও দৃঢ় প্রতিশ্রুতির মাধ্যমে এবি পার্টি (আমার বাংলাদেশ পার্টি) ঘোষণা দিয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান’ স্মরণে ৩৬ দিনব্যাপী কর্মসূচির।
Advertisement
শুক্রবার (২৭ জুন) সকালে রাজধানীর বিজয়নগরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলীয় চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাষ্ট্রক্ষমতা পরিবর্তনের বৈধ উপায় নির্বাচন, কিন্তু দীর্ঘকাল ধরে ক্ষমতাসীনরা তা পাশ কাটিয়ে জবরদস্তি করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছে। তিনি পাকিস্তানি শাসন থেকে শুরু করে শেখ হাসিনার সরকারের পতন পর্যন্ত উদাহরণ টেনে বলেন, নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনার পতন হয়নি, বরং হাজারো শহীদের রক্ত দিয়ে রচিত হয়েছে তার পতনের ইতিহাস।
তিনি আরও বলেন, শুধু সরকার পরিবর্তন নয়, একাত্তর, নব্বই ও চব্বিশের সংগ্রামী চেতনা বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রকে নতুন ভিত্তির উপর দাঁড় করাতে হবে। এ জন্য একটি জাতীয় ঐকমত্য গড়ে তোলার প্রয়োজনীয়তা অনস্বীকার্য।
Advertisement
পরে ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেন কর্মসূচি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক লে. কর্নেল (অব.) দিদারুল আলম।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে,
১ জুলাই: আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান-জাতীয় প্রেসক্লাব২-১৩ জুলাই: ‘কোটা না মেধা’ শীর্ষক চিত্র প্রদর্শনী – বিজয়-৭১ চত্বরে১৪ জুলাই: প্রতীকী মিছিল – বিজয়-৭১ চত্বরে১৫ জুলাই: ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার দাবি জানিয়ে জাতিসংঘ মিশনে স্মারকলিপি১৬ জুলাই: দোয়া মাহফিল, কালোপতাকা মিছিল – রংপুর, ফেনী ও ঢাকা১৭ জুলাই: গণসংযোগ ও লিফলেট বিতরণ – প্রাইভেট বিশ্ববিদ্যালয়সমূহ১৮ জুলাই: কফিনবাহী প্রতীকী রোডমার্চ – যাত্রাবাড়ী থেকে উত্তরা১৯ জুলাই: মৌন মিছিল – হেলিকপ্টার গুলিবর্ষণ স্মরণে২০ জুলাই: প্রবাসীদের রেমিটেন্স শাটডাউন স্মরণে আলোচনা সভা – লন্ডন, দুবাই, মালয়েশিয়া২১ জুলাই: আলেম-ওলামাদের সম্মাননা – বিজয়-৭১ চত্বরে২২ জুলাই: শহীদ স্মরণে মিছিল – চট্টগ্রাম২৩ জুলাই: আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার দাবিতে চিঠি প্রেরণ২৪ জুলাই: নারীদের সম্মাননা – জাতীয় প্রেসক্লাব২৫ জুলাই: শ্রমিক সমাবেশ – গাজীপুর২৬ জুলাই: রায়েরবাজার গণকবরে শ্রদ্ধা ও দোয়া২৭ জুলাই: আইনজীবীদের সম্মাননা ও মতবিনিময়২৮ জুলাই: চিকিৎসকদের সম্মাননা৩০ জুলাই: আহতদের সাথে মতবিনিময়৩১ জুলাই: শিল্পী, সুশীল সমাজ ও সাংবাদিকদের চা-চক্র১ আগস্ট: কারারুদ্ধ নেতাদের সম্মাননা২ আগস্ট: সাবেক সেনা কর্মকর্তাদের সাথে মতবিনিময়৩ আগস্ট: কর্মসূচি ঘোষণার স্মরণে প্রেস ব্রিফিং ও পদযাত্রা – শহীদ মিনার৪ আগস্ট: জাতীয় পতাকা মিছিল – বিজয়-৭১ চত্বরে৫ আগস্ট: বর্ষপূর্তি সংহতি সমাবেশ, ডকুমেন্টারি প্রদর্শনী, শহীদদের মাগফিরাত কামনায় জেয়াফত – বিজয়-৭১ চত্বরে
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিন, যুগ্ম মহাসচিব আব্দুল্লাহ আল মামুন রানা, আনোয়ার সাদাত টুটুল, ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, এবিএম খালিদ হাসান, ছাত্রপক্ষের আহ্বায়ক মোহাম্মদ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাসেত মারজান, শ্রমবিষয়ক সম্পাদক শাহ আব্দুর রহমান, নারী উন্নয়ন সম্পাদক ফারাহ নাজ সত্তার, অ্যাডভোকেট শরণ চৌধুরীসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা।
Advertisement
এএএম/এসএনআর/এমএস