রাজনীতি

তিস্তা নয়, গোপন চুক্তি হচ্ছে : নোমান

‘ভারতের সঙ্গে তিস্তার পানি চুক্তি নয়, গোপন চুক্তি হচ্ছে’ উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, ‘গোপন চুক্তির মাধ্যমে বাংলাদেশকে দাসত্বে পরিণত করা হচ্ছে।’

Advertisement

মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে ‘যুদ্ধকালীন ১১নং সেক্টর কমান্ডার বিএনপির নির্বাহী কমিটির সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, অবসরপ্রাপ্ত উইং কমান্ডার হামীদুল্লাহ খানের (বীরপ্রতীক) স্মরণসভায় তিনি এ কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এ অনুষ্ঠানের আয়োজন করে।

ভারতের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা চুক্তি নিয়ে নোমান বলেন, ‘ভারতের সঙ্গে তিস্তার পানি চুক্তি কখনও হবে না। পানিমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, পানি চুক্তির নামে গোপন চুক্তি হলে বাংলাদেশ ভারতের দাসত্বে পরিণত হবে।’

বিএনপির এ নেতা বলেন, ‘এর আগেও আওয়ামী লীগ ২৫ বছরের জন্য চুক্তি করে বাংলাদেশকে দাসত্বে পরিণত করেছিল। আবারও ষড়যন্ত্র করে একই রকমের চুক্তি করার পাঁয়তারা করছে। দেশের সার্বভৌমত্ব নিয়েও খেলা হচ্ছে।’

Advertisement

‘বিএনপিকে আওয়ামী লীগ একমাত্র শক্তিশালী প্রতিদ্বন্দ্বী মনে করে’ দাবি করে দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও মনে করেন তাদের একমাত্র শক্তিশালী প্রতিদ্বন্দ্বী বিএনপি। মুখে যাই বলুক অন্তরে বিএনপিকে ঠিকই ভয় পায় তারা।’

মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য রাখেন কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক খান, নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন প্রমুখ।

এমএম/জেএইচ/এমএআর/এমএস

Advertisement