ইয়েমেনের উপকূলে সোমালি শরণার্থীদের বহনকারী একটি নৌকায় বিমান হামলায় কমপক্ষে ৩১ জন নিহত হয়েছে। জাতিসংঘের তরফ থেকে শুক্রবার এ তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর বিবিসির। ইয়েমেনের হুদাইদাহ উপকূলে ওই হামলার ঘটনা ঘটেছে। উপকূল কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে নারী এবং শিশুও ছিল। বাব আল মানদেবের কাছে ওই হামলা চালানো হয়েছে। মোহাম্মেদ আল আলাই নামের এক উপকূলরক্ষী রয়টার্সকে জানিয়েছেন, ইয়েমেন থেকে সুদানে যাওয়ার উদ্দেশে নৌকায় করে রওনা হয়েছিলেন শরণার্থীরা। সে সময় একটি অ্যাপাচি হেলিকপ্টার থেকে তাদের ওপর হামলা চালানো হয়। তবে কারা ওই হামলা চালিয়েছে তা এখনো জানা যায়নি। ওই এলাকাটি নিয়ন্ত্রণ করছে হুথি বিদ্রোহীরা। তারা প্রায় দু’বছর ধরে সৌদি জোটের বিরুদ্ধে লড়াই করছে। টিটিএন/পিআর
Advertisement