কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া এলাকার দিনমজুর কুদ্দুস ও নুর জাহানের তিন সন্তানের মধ্যে ছোট সন্তান মোস্তাক। মোস্তাকের বয়স ১২ বছর। জন্মের পর থেকেই সে পৃথিবীর আলো দেখেনি। এছাড়া জন্মের পর থেকেই তার ঠোঁট কাটা। এরপরও মোস্তাকের কণ্ঠে আছে জাদু; সেই জাদুতে মুগ্ধ করে চলেছেন মানুষ। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মোস্তাকের কণ্ঠের এই জাদু ভাইরাল হওয়ার পর জাগো নিউজের অনুসন্ধানে মিলেছে মোস্তাকের পরিচয়।গত বছরের ৩০ ডিসেম্বর ফেসবুক পেজ ‘বিটলা বয়েজ’ থেকে প্রথম আপলোড করা হয় মোস্তাকের গাওয়া ‘বাড়ির পাশে মধুমতী’ শিরোনামের একটি গান। যেখানে মোস্তাককে কলস বাজিয়ে গান করতে দেখা যায়। প্রথমে মোস্তাকের এই গানের জাদু সাড়া না ফেললেও সম্প্রতি ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে মোস্তাকের সেই ভিডিও।মোস্তাকের সেই ভিডিও আপলোড করা মানুষটির নাম লিয়াকত হাসান জীবন। সম্প্রতি তিনি জাগো নিউজের মুখোমুখি হয়ে মোস্তাককে খুঁজে পাওয়ার গল্প শুনিয়েছেন। লিয়াকত হাসান জীবন একজন ইউটিউবার। এক অনুষ্ঠানের প্রয়োজনে তিনি প্রথম ইউটিউবে মোস্তাকের খোঁজ পান। সেই ভিডিও ইউটিউবে আপলোড করা হয়েছিল ১ বছর আগে। তারপর তিনি মোস্তাকের খোঁজ চেয়ে ফেসবুকে পোস্ট দেন। কিছুদিনের মধ্যে মোস্তাকের খোঁজ পাওয়ার পর তিনি মোস্তাককে দিয়ে গান করিয়ে তাঁর ফেসবুকে গত বছরের ৩০ ডিসেম্বর আপলোড করেন। প্রথমে ভিডিওটি সাড়া না ফেললেও মোস্তাকের গাওয়া অন্য একটি গানের ভিডিও আপলোড করার পরেই ফেসবুকে ব্যাপক সাড়া পড়ে যায়।এ ব্যাপারে লিয়াকত হাসান জীবন জাগো নিউজকে বলেন, ‘প্রথমে ভিডিওটি আপলোড করে ভেবেছিলাম জাহিদের ‘মধু হই হই’র মত সাড়া পাবো। কিন্তু তেমন সাড়া না পাওয়ায় হতাশ হয়েছিলাম। তবে সম্প্রতি ফেসবুকে দেখলাম মীরাক্কেলের আরমান ভাই তার খোঁজ চেয়ে পোস্ট করেছেন। তারপর আমি মোস্তাকের আরও একটি ভিডিও ফেসবুকে পোস্ট করি। আর ভাইকে ফেসবুকে নক দেই। তারপর থেকে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়া ফেলেছে মোস্তাক।’ তিনি আরও জানান, ‘মোস্তাকের বাবা দিনমজুর। তার পক্ষে মোস্তাকের চিকিৎসা করা সম্ভব নয়। তবে মোস্তাকের কণ্ঠে জাদু আছে। তাকে ভালো ভাবে পরিচর্যা ও উপস্থাপন করা গেলে একদিন বড় তারকা হবে।’আশার কথা হচ্ছে- সম্প্রতি মোস্তাককে নিয়ে আগ্রহ দেখিয়েছেন অনেকেই। ফেসবুকে মোস্তাকের গান শুনে ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার-৯’ এর কমর উদ্দিন আরমান মোস্তাকের দায়িত্ব নিতে চেয়েছেন। এ ব্যাপারে জাগো নিউজের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘আমি মোস্তাকের দায়িত্ব নিতে চাই। প্রথমে তার পরিবারকে সাহায্য করতে চাই। মোস্তাকের ঠোঁট কাটার চিকিৎসা করাতে চাই। যতদূর সম্ভব ওর চোখের চিকিৎসাও করাতে চাই। সর্বশেষ ওকে দিয়ে বড় আকারে গান করাতে চাই।’অন্যদিকে জাহিদের আবিষ্কারক মোহাম্মদ ইমরান হোসেন মোস্তাককে নিয়ে কাজ করার আগ্রহ দেখিয়েছেন। তিনি জাগো নিউজকে বলেন, ‘প্রথমে আরমান ভাই মোস্তাকের চিকিৎসা করাবেন। তারপর মোস্তাককে নিয়ে আমার কাজ করার ইচ্ছে আছে।’ভিডিও দেখতে চাইলে- এসইউ/এমএস
Advertisement