অর্থনীতি

উন্নয়ন ও সমৃদ্ধির চিত্র দেখছে জাতি

দেশের সকল জেলা ও উপজেলা সদরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘উন্নয়ন মেলা-২০১৭’। রূপকল্প-২০২১ ও ২০৪১ তথা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের সাফল্য অবহিত করার লক্ষ্যে এ আয়োজন। এ মেলার মধ্য দিয়ে সরকারের উন্নয়ন ও সমৃদ্ধির চিত্র দেখছে জাতি।মেলায় এবারই প্রথম অংশগ্রহণ করেছে অর্থ মন্ত্রণালয়। রাজধানীর শিল্পকলা মাঠে অনুষ্ঠিত এ মেলায় অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের স্টল ও সারাদেশে এলইডি স্ক্রিন, লিপলেট, ফেস্টুন ও ব্যানারের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির চিত্র প্রদর্শীত হচ্ছে।স্টল পরিদর্শনে গিয়ে অর্থ বিভাগের সিনিয়র সচিব মাহবুব আহমেদ বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশ যে অভূতপূর্ব উন্নয়ন ও সমৃদ্ধি অর্জন করেছে সে বিষয়ে জনগণকে অবহিত করতেই মেলায় অংশগ্রহণ করেছে অর্থ মন্ত্রণালয়। সাধারণ মানুষকে শুধু উন্নয়নের কথা বলেই নয়, তথ্য-উপাত্ত দিয়ে উন্নয়নের দিকগুলো জানানো হচ্ছে।তিনি আরও বলেন, স্বাধীনতার পর ১৯৭১-৭২ অর্থবছরে বাংলাদেশের বাজেটের পরিমাণ ছিল মাত্র ১৭৫ কোটি টাকা। সেখান থেকে চলতি অর্থবছরের (২০১৬-১৭ ) বাজেটের আকার দাঁড়িয়েছে ৩ লাখ ৪০ হাজার ৬০৪ কোটি টাকা। এ অর্জন আমাদের জাতিকে অন্যান্য উচ্চতায় নিয়ে গেছে।মাহবুব আহমেদ বলেন, ২০০৬-০৭ অর্থবছরের মূল্যস্ফীতির হার ৯ দশমিক ৪ শতাংশ থেকে কমে বর্তমানে ৫ দশমিক ৬ শতাংশে নেমে এসেছে। আর বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০০৫-০৬ অর্থবছরের চেয়ে প্রায় সাড়ে আটগুণ বৃদ্ধি পেয়ে ৩১ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।তিনি বলেন, মাথাপিছু জাতীয় আয়ের পরিমাণ ২০০৫-০৬ অর্থবছরের ৫৪৩ মার্কিন ডলার থেকে প্রায় আড়াইগুণ বেড়ে বর্তমানে ১ হাজার ৪৬৫ ডলারে দাঁড়িয়েছে। ২০০৬ এর ৩৮ দশমিক ৪ শতাংশ দারিদ্রের হার কমে দাঁড়িয়েছে ২৩ দশমিক ২ শতাংশ। এছাড়া মোট রফতানির পরিমাণ ২০০৫-০৬ অর্থবছর থেকে সোয়া তিনগুণ বেড়ে বর্তমানে ৩৪ দশমিক ২ ডলারে।অর্থ মন্ত্রণালয় মেলার মধ্য দিয়ে এসব উন্নয়ন ও সমৃদ্ধির চিত্র জনগণের মাঝে তুলে ধরছে বলেও জানান তিনি।এমইউএইচ/আরএস/পিআর

Advertisement