পাকিস্তানে অনার কিলিংয়ের শিকার হয়েছেন আরো পাঁচ নারী। ওই নারীদের সর্বশেষ একটি ভিডিও ফুটেজে দেখা গিয়েছিল। জানা গেছে, প্রায় ছয় বছর আগে গানের তালে নারীরা হাসছেন, হাততালি দিচ্ছেন এমন একটি ভিডিও ধারণ করা হয়েছিল। কমলা রংয়ের স্কার্ফ পরিহিত ওই নারীরা কোনো বিয়ে বা অন্য কোনো অনুষ্ঠানের জন্য সাজগোজ করছিলেন। আর সে সময়ই তারা হাসি-ঠাট্টায় মসগুল হয়ে পড়েছিলেন। ওই ভিডিওতে একই ঘরে একটি যুবককেও নাচতে দেখা গিয়েছিল।ভিডিওতে থাকা নারীরা হলেন, বাজিহা, সারিন জান, বেগম জান, আমীনা ও সাহীন। কিন্তু কথা হচ্ছে ওই নারীদের আর কখনোই প্রকাশ্যে দেখা যায়নি। তাদের ভাগ্যে কি জুটেছে তা এখনো জানা যায়নি। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের উত্তর-পশ্চিমের দুর্গম পাহারি কোহিস্তান এলাকায়। অনেকের ধারণা স্থানীয় ধর্মীয় নেতারা সম্মানহানী ও ধর্মের অজুহাত দিয়ে ওই নারীদের হত্যা করেছে। পরিবারের লোকজনও তাদের বাঁচাতে পারেননি। গত সপ্তাহে ওই পাঁচ নারীকে হত্যার ঘটনায় পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছেন পাকিস্তান হাইকোর্ট। ওই এলাকার ধর্মীয় নেতারা মিলে কোহিস্তানের কোন পাহাড়ি এলাকায় গরম পানি ও জ্বলন্ত কয়লায় ফেলে ওই পাঁচ নারীকে হত্যার পর মাটি চাপা দিয়েছেন। ওই নারীদের পরিবারের সদস্যরা এমন অভিযোগ করেছেন। টিটিএন/এমএস
Advertisement