ইয়েমেনের বন্দর নগরী এডেনে একটি আত্মঘাতী হামলার ঘটনায় কমপক্ষে ৩০ সেনা নিহত হয়েছেন। রোববার ওই হামলা চালানো হয়েছে বলে জানেয়েছেন স্থানীয় কর্মকর্তারা। খবর বিবিসির। মাত্র এক সপ্তাহ আগেই ওই এলাকায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হামলায় ৫০ সেনা প্রাণ হারিয়েছেন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, খোর মাসকার জেলার একটি সেনা ঘাঁটিতে বেতন-ভাতা সংগ্রহের জন্য লাইনে অপেক্ষা করছিলেন সেনারা। সে সময় সেনাদের লাইনের মধ্যে প্রবেশ করে হামলা চালায় এক আত্মঘাতী। ওই হামলায় আরো ৪০ সেনা আহত হয়েছে। এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী ভয়াবহ ওই হামলার দায় স্বীকার করেনি। আল কায়েদা এবং ইসলামিক স্টেটের মত জঙ্গি গোষ্ঠীগুলো দু’বছর ধরে দেশটিতে ভয়াবহ হামলা চালাচ্ছে। টিটিএন/এমএস
Advertisement