দেয়ালের ছবিটা কারস্বামীর মৃত্যুর কয়দিন পরেই এক মহিলা তার দেবরকে বিয়ে করে ফেললেন। তার বান্ধবীদের অনেকেই ব্যাপারটায় মনক্ষুণ্ন হল।একদিন মহিলার বাড়িতে বাড়িতে এসে তার বান্ধবীরা লক্ষ্য করল, শোবার ঘরের দেয়ালে তার মৃত স্বামীর বিশাল একটা ছবি টানানো। সবাই খুব খুশি হল ছবি দেখে। এদের মধ্যে একজন ছিল নতুন। সে মহিলার স্বামীকে চিনত না। ছবি দেখে তাই জানতে চাইল-বান্ধবী : দেয়ালের ছবিটা কার?মহিলা : আমার ভাশুরের। কয়েকদিন আগে মারা গেছেন!****দরজার ফাঁক দিয়েখালা তার পিচ্চি ভাগ্নেকে বলছে-খালা : এসো খোকন চুমু দিয়ে যাও।ভাগ্নে : না চুমু দিলে তুমি আমায় মারবে।খালা : চুমু দিলে তোমায় মারব কে বলল?ভাগ্নে : কেন একটু আগে দরজার ফাঁক দিয়ে দেখলাম, তুমি আব্বুকে চড় মারলে।****সিরিয়াস সাক্ষাৎকারবাংলা সিনেমার নায়কের একটি সিরিয়াস সাক্ষাৎকার-প্রশ্নকর্তা : আপনি কে?নায়ক : গরীবের রাজা রবীন হুড।প্রশ্নকর্তা : আপনার ছেলে মেয়ে কয়জন?নায়ক : ওরা এগারো জন।প্রশ্নকর্তা : বড় ছেলে কী করে?নায়ক : টপ-রংবাজ।প্রশ্নকর্তা : মেজ ছেলে?নায়ক : বিশ্বপ্রেমিক।প্রশ্নকর্তা : তার পরের জন?নায়ক : সেয়ানা পাগল।প্রশ্নকর্তা : ছোট ছেলে কী করে?নায়ক : কুলি নাম্বার ওয়ান।প্রশ্নকর্তা : কোন জিনিসটা আপনার অপছন্দ?নায়ক : হঠাৎ বৃষ্টি।প্রশ্নকর্তা : আপনার শ্বশুর সাহেব কী করেন?নায়ক : উনি পদ্মা নদীর মাঝি।প্রশ্নকর্তা : আপনার স্ত্রী সম্পর্কে বলুন?নায়ক : সেতো চাপা ডাঙ্গার বউ।প্রশ্নকর্তা : ভক্তদের উদ্দেশ্যে কিছু বলুন।নায়ক : গরীব কেন কাঁদে?প্রশ্নকর্তা : ভক্তদের উদ্দেশ্যে কোন উপদেশ থাকলে বলুন।নায়ক : মানুষ মানুষের জন্য।এসইউ/এমএস
Advertisement