জাতীয়

তথ্যপ্রযুক্তি খাতের অগ্রগতিতে প্রশিক্ষণের আহবান অর্থমন্ত্রীর

দেশকে তথ্যপ্রযুক্তি খাতে এগিয়ে নিতে ৮০ শতাংশ মানুষকে আইটি প্রশিক্ষণের আওতায় আনার আহবান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৫’ মেলায় মিনিস্ট্রিয়াল কনফারেন্সে তিনি এ আহবন জানান।তথ্য প্রযুক্তির ব্যবহারে বাংলাদেশ ব্যাংকের প্রশংসা করে অর্থমন্ত্রী বলেন, ২০০৯ সালেও বাংলাদেশ ব্যাংকে আইসিটির ব্যবহার ছিল না বললেই চলে। এখন সেই চিত্র বিপরীত।বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানের সঞ্চালনায় মিনিষ্ট্রিয়াল কনফারেন্সে প্রবন্ধ উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের মহাসচিব হাওলিন ঝাও, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ সময় ভুটান ও নেপালের মন্ত্রী উপস্থিত ছিলেন।গতকাল সোমবার ডিজিটাল ওয়ার্ল্ডের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বের ২৫টি দেশ থেকে আগত ৮৫ তথ্য-প্রযুক্তি বিশেষজ্ঞ, ১২০টি বেসরকারি প্রতিষ্ঠান এবং ১০০টি সরকারি সংস্থার অংশগ্রহণের মধ্য দিয়ে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসছে বিশ্ব-প্রযুক্তির মিলন মেলা।৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া চার দিনব্যাপী মেলা চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত।মেলায় মোট ২৪টি সেমিনার, ৯টি কনফারেন্স এবং ১১টি প্রশিক্ষণ কর্মশালার পাশাপাশি ৪দিনের প্রযুক্তি সম্মেলনে থাকছে ৪টি প্রদর্শনী। প্রদর্শনীর মধ্যে রয়েছে- ই-গভর্নেন্স এক্সপো, বেসিস সফট এক্সপো, মোবাইল ইনোভেশন এক্সপো এবং ই-কমার্স এক্সপো।এসআই/আরএস/আরআই

Advertisement