আন্তর্জাতিক

পাক সেনাবাহিনীকে অপমানের জন্য সার্জিকাল স্ট্রাইক চালানো হয়নি

গত মাসের শেষের দিকে পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখায় সার্জিকাল স্ট্রাইক চালায় ভারত। তবে এই স্ট্রাইক পাকিস্তানের সেনাবাহিনীকে অপমানের জন্য চালানো হয়নি। এমনটাই দাবি করেছে ভারত। খবর টাইমস অব ইন্ডিয়ার। কাশ্মিরের উরিতে ভারতীয় সেনাঘাঁটিতে হামলায় ১৮ ভারতীয় সেনা নিহতের ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানকে দায়ী করেছিল ভারত। এরপরই নিয়ন্ত্রণ রেখায় সার্জিকাল স্ট্রাইক চালায় ভারত। তবে জঙ্গি ঘাঁটি ধ্বংস করতেই ওই অভিযান চালানো হয়েছিল। পাক সেনাবাহিনীকে অপমান বা ছোট করার উদ্দেশে এই অভিযান চালানো হয়নি। এক কর্মকর্তা বলেছেন, সার্জিকাল স্ট্রাইকের ঘটনায় কোনো পাক সেনারই অপমানিত হওয়ার কিছু নেই। এই অভিযান কাউন্টার টেরোরিজম অপারেশন ছাড়া আর কিছুই নয়। সার্জিকাল স্ট্রাইকের দু’সপ্তাহ পর দিল্লি বলছে তারা পাকিস্তানকে সঠিক বার্তা দিতে পেরেছে। টিটিএন/এবিএস

Advertisement