পবিত্র হজ পালন শেষে শনিবার পর্যন্ত ৭০হাজারেরও বেশি হাজি দেশে ফিরেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্সের মোট ২শ’টি ফ্ল্ইাটে তারা দেশে ফিরেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট ১৪৪টি এবং সৌদি এয়ারলাইন্সের ১৫৫টি। ফেরত আসা মোট ৭০হাজার ৩৪৮ জনের মধ্যে সরকারি ব্যবস্থাপনার ৫ হাজার ২৪ জন হাজি রয়েছেন।ধর্ম মন্ত্রণালয় প্রকাশিত হজ ম্যানেজমেন্ট পোর্টাল বুলেটিনে এ তথ্য জানা গেছে। চলতি হজ মওসুমে সৌদি আরবে বাংলাদেশের সর্বমোট ৮১জন হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। তার মধ্যে পুরুষ ৬২ জন ও নারী ১৯ জন। ৮১ জনের মধ্যে মক্কায় ৬১ জন, মদিনায় ১৩ জন, জেদ্দা ২ ও মিনায় ৫ জনের মৃত্যু হয়। সর্বশেষ ৬ অক্টোবর গাজীপুর জেলার মো. সামসুল আলম সরকার (৬৮) পবিত্র মক্কা-আল মোকাররমায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার পাসপোর্ট নম্বরঃ বি ই ০৩০৩৬৪৭।গত ১৭ সেপ্টেম্বর থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়। যা আগামী ১৭ অক্টোবর শেষ হবে।উল্লেখ্য চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১লাখ ১হাজার ৭৫৮ জন বাংলাদেশি হজ পালন করেন।এমইউ/এমএমজেড/এবিএস
Advertisement