রাজধানীসহ সারাদেশে শুক্রবার অনুষ্ঠিত সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস ভর্তি পরীক্ষায় ৩ হাজার ৮শ ২৮ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এই পরীক্ষার জন্য এবার মোট আবেদনকারীর সংখ্যা ছিল রেকর্ডসংখ্যক ৯০ হাজার ৪শ ২৬ জন।স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. মো. আবদুর রশীদ জানান, গতকালের ভর্তি পরীক্ষায় মোট অংশগ্রহনকারীর সংখ্যা ছিল ৮৬ হাজার ৮শ ৯৫ জন। ১৮টি মেডিকেল কলেজের ৩৭টি কেন্দ্রে মোট অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩ হাজার ৮শ ২৮ জন। স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে বর্তমানে সরকারি কলেজে আসন সংখ্যা তিন হাজার ২শ ১২টি এবং বেসরকারি কলেজে ছয় হাজার ২শ ৫টি।এমইউ/এনএফ/এবিএস
Advertisement