আন্তর্জাতিক

হজযাত্রীদের সেবা প্রদানে মক্কা-মদীনায় ১৪০০ স্বেচ্ছাসেবক

মক্কা, মদীনা এবং অন্যান্য পবিত্র স্থানে হজের সময় হজযাত্রীদের সহায়তা করছে সৌদি রেড ক্রিসেন্ট অথোরিটির (এসআরসিএ) স্বেচ্ছাসেবক দল। এ বছর হজযাত্রীদের সহায়তায় রেড ক্রিসেন্টের প্রায় ১ হাজার ৪শ স্বেচ্ছাসেবক কর্মী কাজ করে যাচ্ছেন। খবর আরব নিউজের। সংস্থাটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মেদ আল কাসিম জানান, স্বেচ্ছাসেবকদের জন্য একটি প্রক্রিয়া গ্রহণ করেছে এসআরসিএ। হজযাত্রীরা যেন সব ধরনের সুযোগ সুবিধার মধ্যে সফলভাবে হজ পালন করতে পারেন সেজন্য স্বেচ্ছাসেবকদের সব ধরনের নির্দেশনা মেনে চলতে হবে। তিনি আরো জানান, স্বেচ্ছাসেবকদের মধ্যে ৭শ ৫০ জনকে মক্কা এবং ৬শ ৫০ জনকে মদীনায় মোতায়েন করা হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজন চিকিৎসকও রয়েছেন। স্বেচ্ছাসেবকদের সঙ্গে বেশ কয়েকজন মেডিকেলের ছাত্র রয়েছেন। তারা যে কোনো জরুরি প্রয়োজনে সেবা প্রদান করবেন। আল কাসিম বলেন, ওই স্বেচ্ছাসেবকরা মাঠ পরিদর্শন ছাড়াও হজযাত্রীদের যেকোনো প্রয়োজনে সেবা দিতে প্রস্তুত। কোনো হজযাত্রী আহত হলে বা অসুস্থ বোধ করলে তাকে সঙ্গে সঙ্গেই জরুরি সেবা কেন্দ্রে নিয়ে যাবেন স্বেচ্ছাসেবক দলের সদস্যরা। এ বছর চতুর্থ বারের মত এসআরসিএর স্বেচ্ছাসেবকরা হজযাত্রীদের সেবা প্রদান করছেন। গত চার বছর ধরেই কাজ করে যাচ্ছেন তারা। স্বেচ্ছাসেবকদের এই সেবাকর্মের জন্য ধন্যবাদ জানান আল কাসিম। টিটিএন/এমএস

Advertisement