খেলাধুলা

৩ বছরের ক্যান্সার আক্রান্ত শিশুর জন্য অলিম্পিক পদক বিক্রি!

একেই বলে মানবতা! ৩ বছরের ক্যান্সার আক্রান্ত শিশুর জন্য অলিম্পিক পদকটাই বিক্রি করে দিলেন পিয়ত্র মালাচোয়াস্কি। সদ্য সমাপ্ত রিও অলিম্পিকে রৌপ্য পদক জিতেছিলেন ৩৩ বছর বয়সী পোল্যান্ডের এই অ্যাথলেট।আর্থিক সমস্যার কারণে ৩ বছরের শিশুটির চিকিৎসা ঠিকমতো চলছিল না। পিয়ত্র মালাচোয়াস্কির কাছে আর্থিক সাহায্য চেয়েছিল শিশুর মা। তাই নিজের সবচেয়ে বরপ্রাপ্তিই (অলিম্পিকে রৌপ্য পদক) বিক্রি করে মানবতার সেবায় অংশ নিলেন তারকা এই খেলোয়াড়।  নিজের ফেসবুক পেজে পিয়ত্র মালাচোয়াস্কি লিখেছেন, ‘আমি অলিম্পিকে সোনার জন্য লড়াই করেছি। তবে এই লড়াই অলিম্পিকে সোনার থেকেও বড়। আমার রৌপ্য পদকের মূল্য আরো বাড়িয়ে দেওয়ার সুযোগ এটাই (মানবতার সেবায় অংশ নেয়া)।’এনইউ/এমএস

Advertisement