ভারতের মধ্যপ্রদেশে বন্যায় ১৭ জনের মৃত্যু হয়েছে। প্রদেশের বেশ কিছু নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে, বিহারের পূর্বাঞ্চলীয় প্রদেশের বেশ কিছু জেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ হওয়ায় প্রায় ১৫ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। দেশটিতে সাধারণ জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত মাসে বৃষ্টিপাত ও বন্যা দেখা যায়। তবে এ বছরের বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। এ বছর ভারতের বিভিন্ন অঞ্চলে ভারি বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে নদীর পানি বেড়ে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বিহারে কমপক্ষে ছয়টি নদীর পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। বন্যাকবলিত এলাকার কয়েক হাজার মানুষ ৮০টির বেশি ত্রান শিবিরে আশ্রয় নিয়েছে।পাটনা শহরের এক বাসিন্দা ভয়াবহ বন্যা পরিস্থিতি সম্পর্কে বলেন, আমরা অনেক সমস্যার মধ্যে পড়েছি। এখানে কোনো খাবার বা পানি নেই। চলাচলের জন্য কোনো নৌকাও নেই। আমরা জানি না কি করব। টিটিএন/এমএস
Advertisement