আন্তর্জাতিক

তুরস্কে বিয়ের অনুষ্ঠানে হামলায় নিহত ৩০

তুরস্কে একটি বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ বিস্ফোরণে ৩০ জন নিহত হয়েছে। দেশের দক্ষিণাঞ্চলীয় গাজিয়ানটেপ শহরের ওই হামলায় আরো ৯৪ জন আহত হয়েছে। খবর বিবিসির। তুরস্ক সরকার এই বিস্ফোরণের ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছে। এক বিবৃতিতে জানানো হয়েছে, এক আত্মঘাতী হামলাকারী একটি বিয়ের অনুষ্ঠানে ওই বিস্ফোরণ ঘটিয়েছে। সিরীয় সীমান্ত থেকে ৬৪ কিলোমিটার দূরে গাজিয়ানটেপ শহরটি অবস্থিত। দেশের উপ-প্রধানমন্ত্রী সিমসেক এই হামলাকে বর্বর হামলা বলে উল্লেখ করেছেন। তিনি আরো বলেছেন, আল্লাহ চাইলে আমরা অবশ্যই এই অবস্থা অতিক্রম করতে পারব। টিটিএন/পিআর

Advertisement