যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার আমন্ত্রণে দেশটিতে সফর করবেন মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সাং সু চি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে, সু চি প্রেসিডেন্ট ওবামার আমন্ত্রণ গ্রহণ করেছেন তিনি যে কোনো সময় যুক্তরাষ্ট্র সফরে যাবেন।গত নভেম্বরের নির্বাচনে বড় ধরণের জয় পায় সু চির দল। কিন্তু তারপরেও জান্তা সরকারের তৈরি সংবিধানের কারণে দেশের প্রেসিডেন্ট হতে পারেননি সু চি। তবে দেশটির স্টেট কাউন্সিলর হিসেবে অধিষ্ঠিত হয়েছেন তিনি। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। ওই নির্বাচনের পরই দেশের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হবেন আর অবসর নেবেন ওবামা। ওবামার বিদায়ের আগেই যুক্তরাষ্ট্রে সফর করবেন সু চি। টিটিএন/পিআর
Advertisement