দেশজুড়ে

১৭ ঘণ্টা বন্ধ ঈশ্বরদী রেলগেট, দু’পাশে শত শত যানবাহনের সারি

রেললাইন সংস্কার কাজের জন্য প্রায় ১৭ ঘণ্টা যাবত বন্ধ রয়েছে পাবনার ঈশ্বরদী রেলগেট। এতে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৯টা থেকে রেলগেটে সংস্কার চললেও বিকল্প উপায়ে ট্রেন চলাচল অব্যাহত রয়েছে।

Advertisement

সোমবার দুপুরে পাকশী বিভাগীয় রেলওয়ের পক্ষ থেকে মাইকিং করে জানানো হয়, সোমবার রাত ৯টা থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত রেললাইন সংস্কার কাজের জন্য রেলগেট বন্ধ থাকবে। এজন্য সর্বসাধারণকে রেলগেটের বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়। কিন্তু মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত রেলগেটের কাজ চলমান রয়েছে। ফলে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়েছে।

এছাড়াও রেলগেট বন্ধ থাকায় এ সড়ক দিয়ে চলাচলকারী স্থানীয় বাসিন্দারা দুর্ভোগে পড়েছেন। অনেকেই রেলগেটে এসে যানবাহন থেকে নেমে হেঁটে রেলগেট পাড়ি দিচ্ছেন।

রেললাইন সংস্কারের কাজে নিয়োজিত একজন শ্রমিক বলেন, স্যারদের নিদের্শনা অনুযায়ী আমরা কাজ করছি। সকাল ৯টার মধ্যে কাজ শেষ করতে হবে বলে স্যাররা আগে বলেছিলেন। এখন দুপুর ২টা বাজে, আরও প্রায় ২ ঘণ্টা সময় লাগবে রেললাইন সংস্কার কাজ শেষ করতে। আমরা দেখছি মানুষের কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করণীয় নেই।

Advertisement

রেলগেট এলাকার বাসিন্দা আক্তারুল ইসলাম বলেন, এটি ঈশ্বরদী-রাজশাহী আঞ্চলিক সড়ক। এই সড়কে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে। এ সড়ক বন্ধ থাকায় প্রায় ১০ কিলোমিটার ঘুরে পাকশী হয়ে যানবাহন চালকদের চলাচল করতে হচ্ছে। যারা এ পথে যাচ্ছে না তারা দীর্ঘ সময় ধরে সড়কে দাঁড়িয়ে আছে।

রেলগেটে অবস্থানরত পুলিশ সদস্য মোস্তাকিম বলেন, কতক্ষণ সময় লাগবে এটা বলা যাচ্ছে না। তবে আশা করছি দুই ঘণ্টার মধ্যে যানবাহন চলাচল শুরু হতে পারে।

পাকশী বিভাগীয় ম্যানেজার (ডিআরএম) শাহ সুফি নূর মোহাম্মদ জাগো নিউজকে বলেন, এ বিষয়ে আমিতো বিস্তারিত কিছু বলতে পারছি না। সংশ্লিষ্ট প্রকৌশলীর কাছে এ বিষয়ে শুনতে হবে।

এ ব্যাপারে জানতে দায়িত্বরত পাকশী বিভাগীয় প্রকৌশলী (ডিএন-২) বীরবল মন্ডলের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ করেননি।

Advertisement

শেখ মহসীন/এফএ/এমএস