বিয়ের সব আয়োজন বেশ ভালোই ছিল। কিন্তু বলা নেই কওয়া নেই দু’পক্ষের আলোচনার মধ্যে আচমকাই হাজির হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুধু হাজিরই হলেন না হবু বর-কনের মধ্যে এমন ঝগড়া বাধালেন যে শেষমেষ তাদের বিয়েটাই ভেস্তে গেল। বৃহস্পতিবার কানপুরে ওই ঘটনা ঘটেছে।হয়তো ভাবছেন মোদি কেন বিয়ে ভাঙল? তাহলে ঘটনাটা খুলেই বলি। ওই দুই পরিবারের মধ্যে বিয়ে সব কথাবার্তাই প্রায় হয়ে গিয়েছিল। শুধু বাকি ছিল খরচা-সামগ্রীর বিষয়ে আলোচনা। তা নিয়ে আলোচনা করতেই হবু বর-কনে কানপুরের এক মন্দিরে দেখা করেন। কথাবার্তা ঠিকঠাকই এগোচ্ছিল।বিয়ের খরচের আলোচনা উঠতেই দেশের অর্থনৈতিক পরিস্থিতির বিষয়টি সামনে নিয়ে আসেন কনে। দেশের অর্থনৈতিক দুরাবস্থার জন্য যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই দায়ী সেটা ঠারেঠোরে বোঝালেন তিনি। এখানেই ঝামেলার সূত্রপাত দু’জনের মধ্যে। হবু বর আবার মোদি ভক্ত।তিনি কনের মুখে মোদির নিন্দা শুনতে মোটেই রাজি নন। মোদির নিন্দা শুনে একেবারে অগ্নিশর্মা হয়ে ওঠেন হবু বর। আর এতেই ঘটল যত বিপত্তি। মোদিকে নিয়ে তর্ক-বিতর্ক এমন পর্যায়ে পৌঁছালো যে, শেষমেষ বিয়েটাই ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন দু’জনে। আর তখনি বাড়িতে ফোন করে বিয়ে নাকচ করে দেন তারা। মোদি স্বয়ং উপস্থিত না থেকেও তাদের বিয়েটা ভেস্তে দিলেন।টিটিএন/পিআর
Advertisement