দেশজুড়ে

অ্যান্টিবায়োটিক পড়লে জঙ্গিরা টাইট হয়ে যাবে

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, জঙ্গিবাদ একটা রোগের মতো, অ্যান্টিবায়োটিক পড়লে তা টাইট হয়ে যাবে। জঙ্গিবাদ নির্মূল হবে, এটা অবশ্যই আপনারা বিশ্বাস করতে পারেন। সারা পৃথিবী এখন হুঁশিয়ার হয়েছে। জঙ্গিরা পিছু হঠছে এবং হঠবে।রোববার সকালে নিজ নির্বাচনী এলাকা শেরপুরের নালিতাবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে গরিব-দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ভিজিএফের চাল ও ঈদসামগ্রী বিতরণকালে তিনি এ মন্তব্য করেন।কৃষিমন্ত্রী বলেন, এখন আমরা বিদ্যুৎ দিচ্ছি এবং আরো বিদ্যুৎ দেব। বিদ্যুতের আর সমস্যা হবে না, ইনশাআল্লাহ। মাঝে মাঝে লোডশেডিং হয়। আমি সেটারও কারণ বলে দেই, আমরা তো বিএনপির চাকরি খাই নাই। কিছু থাকে লাইনে এবং অফিসে ঠিক ইফতারের সময় এবং তারাবির সময় বা সেহরি খাওয়ার সময় লাইন অফ করে দেয়।কৃষিমন্ত্রী আরো বলেন, ইচ্ছে করলে নাম বের করে সাসপেন্ড করা কোনো অসুবিধা হবে না। ওটুকু কিন্তু আমরা নায্যভাবেই করতে পারি। তবু কী দরকার, দেখি- আল্লাহ হেদায়েত করে কিনা সেজন্য অপেক্ষা করি। এই শয়তানিটা যারা করে, অবশ্যই তারা মানুষের ইবাদত-বন্দেগিতে বাধার সৃষ্টি করে।কৃষিমন্ত্রী নালিতাবাড়ী উপজেলার ১টি পৌরসভা ও ৪টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৬ হাজার গরীব-দুস্থ শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রী ও তার নিজ তহবিল থেকে বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করেন।এসময় মন্ত্রীর সঙ্গে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফরিদ আহম্মদ, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল ওয়ারিশ, উপজেলা ভাইস চেয়ারম্যান আসমত আরা আসমা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াইল হক মাস্টার, সাধারণ সম্পাদক ফজলুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।আব্দুল হাকিম/এআরএ/পিআর

Advertisement