দেশে মোবাইল অ্যাপ্লিকেশন উন্নয়নের ক্ষেত্রে বিপুল সম্ভাবনা রয়েছে। কারণ দেশে প্রায় সাড়ে ১১ কোটি মোবাইল ব্যবহারকারী রয়েছে। এছাড়া গেইম ও অ্যাপস তৈরিতে তরুণদের বেশ আগ্রহ রয়েছে। তরুণদের দক্ষ করে মোবাইল গেইম ও অ্যাপস উন্নয়ন প্রশিক্ষণ দিলে এই খাতে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব। এজন্য সারাদেশের ৩৮টি শহরে মোবাইল গেইম ও অ্যাপস ল্যাব নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য ২৮১ কোটি টাকা ব্যয়ে ‘মোবাইল গেইম ও অ্যাপ্লিকেশন এর দক্ষতা উন্নয়ন’ প্রকল্প হাতে নেয়া হয়েছে। মঙ্গলবার রাজধানীর শেরে বাংলানগরে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদন দেয়া হয়। এ বিষয়ে পরিকল্পমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, সারা বিশ্বে মোবাইল গেইম ও অ্যাপসের ব্যাপক চাহিদা রয়েছে। দেশের তরুণ জনগোষ্ঠীকে মোবাইল গেইম ও অ্যাপস উন্নয়ন প্রশিক্ষণ দিলে এই খাতে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। তিনি বলেন, প্রকল্পটির আওতায় দেশব্যাপী বিভাগীয় পর্যায়ের ৮টি বিশ্ববিদ্যালয়ে মোবাইল গেইম ও অ্যাপ ডেভেলপমেন্ট কেন্দ্র এবং জেলা পর্যায়ে ৩০টি স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল গেইম ও অ্যাপ ল্যাব স্থাপন করা হবে।মোবাইল গেইম ও অ্যাপস উৎপাদন ও রফতানিতে বাংলাদেশের ব্যাপক সম্ভাবনা রয়েছে। ভবিষ্যতে এই খাত দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে। বৈদেশিক মুদ্রা অর্জনে দেশের জন্য একটি শিল্প হিসেবে গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন পরিকল্পনামন্ত্রী।এমএ/জেএইচ/এবিএস
Advertisement