সাঁড়াশি অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৭৬ জনকে আটক করেছে চট্টগ্রাম মহানগর ও জেলা পুলিশ। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।জেলা পুলিশ আটককৃতদের মধ্যে জামায়াত-শিবিরের কর্মী ও বিভিন্ন মামলার পলাতক আসামি রয়েছে। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. রেজাউল মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।অভিযানে দুটি রাইফেল, দুটি এলজি ও ৮ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। তবে অভিযানের মূল্য উদ্দেশ্য জঙ্গি দমন হলেও আটককৃতদের মধ্যে মোট কতজন জঙ্গি সদস্য রয়েছেন তা জানাতে পারেনি পুলিশ। পুলিশ সুপার রেজাউল মাসুদ বলেন, গত ২৪ ঘণ্টায় আটকৃত ২৭৬ জনের মধ্যে জামায়াতের ১২ ও শিবিরের ১৬ নেতা-কর্মী ছাড়া বিভিন্ন মামলার পলাতক আসামি রয়েছেন। অভিযানে হাটহাজারী থেকে দুটি রাইফেল ও ৪ রাউন্ড কার্তুজ এবং রাউজান থেকে দুটি দেশীয় তৈরি বন্দুক (এলজি) ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয় বলে জানান তিনি।অপরদিকে, মহানগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০০ জনকে আটক করেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে মহানগর পুলিশ। জীবন মুছা/এএইচ/আরআইপি
Advertisement