কুমিল্লার চান্দিনা পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলামকে (৫৫) গ্রেফতার করেছ পুলিশ।
Advertisement
মঙ্গলবার (১৫ জুলাই) রাত সোয়া ৮টায় চান্দিনা পৌরসভার মহারং পশ্চিমপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে চান্দিনার মহারং পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে মফিজুল ইসলামকে গ্রেফতার করা হয়। তার নামে ঢাকার যাত্রাবাড়ী ও উত্তরা থানায় একাধিক হত্যা মামলা রয়েছে। এ ছাড়াও চান্দিনা থানায়ও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, মো. মফিজুল ইসলাম ২০১৬ সাল বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে মেয়র নির্বাচিত হন। ২০২১ সাল পর্যন্ত তিনি পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ১৯৮৬ সালে বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হিসেবে রাজনীতিতে আসেন তিনি।
Advertisement
এর পর চান্দিনা উপজেলা যুবলীগ এবং পরে ১৯৯৯ সাল থেকে তিনি চান্দিনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে আসছেন।
ওসি জাবেদ উল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
জাহিদ পাটোয়ারী/আরএইচ/জেআইএম
Advertisement