নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদার দাবিতে সিরাজুল ইসলামকে পিটিয়ে হত্যার ঘটনায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
Advertisement
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. মোমিনুল ইসলাম এ রায় ঘোষণা করেন। এসময় আদালতে অনুপস্থিত ছিলেন আসামিরা।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- পাপ্পু (৪০) ও তার ভাই শুক্কুর (৩৭)। তারা উভয় সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া এলাকার আফজাল হোসেনের ছেলে।
মামলার নথিপত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জের মিজমিজিতে সৌদিপ্রবাসী জাকির হোসেনের নির্মাণাধীন ভবনের কাজের তদারকি করতেন সিরাজুল ইসলাম। তখন শুক্কুর ও তার ভাই পাপ্পুসহ কয়েকজন তার কাছে চাঁদা দাবি করে আসছিলেন। সবশেষ ২০১৫ সালের ২৩ জুলাই সিরাজুল ইসলামের কাছে ফের চাঁদা দাবি করেন তারা। এই নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়।
Advertisement
একপর্যায়ে সিরাজুল ইসলামকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে চলে যান আসামিরা। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় সিরাজুল ইসলামের।
এ ঘটনায় নিহতের ছেলে মো. জাকারিয়া কনক সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন। সেই মামলার বিচারিক কার্যক্রম শেষে আদালত রায় ঘোষণা করেন।
মোবাশ্বির শ্রাবণ/জেডএইচ/জেআইএম
Advertisement