দেশের দর্শকদের মাঝে তুর্কি ধারাবাহিকের জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলেছে। সেই ধারাবাহিকতায় এবার আরটিভিতে শুক্রবার, ১ আগস্ট থেকে প্রচার শুরু হচ্ছে আলোচিত ও পুরস্কারপ্রাপ্ত রোমান্টিক থ্রিলার ধারাবাহিক ‘মোস্তফা’।
Advertisement
ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্র মোস্তফা একজন নৈতিকতা দিয়ে পরিচালিত পুলিশ অফিসার, যিনি পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসেন তার ছেলেকে। একদিন চোরাচালানের বিরুদ্ধে লড়াই করার সময় মোস্তফা একটি ফাঁদে পড়ে যান। এক মিথ্যা মামলায় অন্যায়ভাবে বরখাস্ত হওয়ার পর তাকে এক বছরের জন্য কারাগারে রাখা হয়। এ কারণে মোস্তফা তার ছেলের হেফাজত হারান, যেটি তার শ্বশুর নেয়া হয়ে যায়। এরপর মোস্তফা ছেলের হেফাজত ফেরত পাওয়া এবং তার চাকরি ফিরে পেতে মরিয়া হয়ে ওঠেন।
কাহিনীতে মোস্তফার জীবনে আসে আইসেগুল নামের এক সুন্দরী ডাক্তার। তার সঙ্গে ধীরে ধীরে তাদের ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। তবে মোস্তফার অজানা থাকে যে, আইসেগুল গডফাদার বাহরির মেয়ে।
মোস্তফা কি তার ছেলের হেফাজত ফিরে পাবে? কি করে সে তার শ্বশুরের কাছ থেকে নিজের সন্তান ফিরে পাবে? ইস্তাম্বুলের সবচেয়ে বড় মাফিয়া সংগঠনকে ধ্বংস করতে পারবে কি না, নাকি নিজেই সেই মাফিয়ার অংশ হয়ে যাবে? এসব প্রশ্নের উত্তরের খোঁজ মিলবে এই রোমান্টিক থ্রিলার ধারাবাহিকে।
Advertisement
২৫০ পর্বের ‘মোস্তফা’ ধারাবাহিকটি ১ আগস্ট থেকে প্রতিদিন রাত ৯টায় আরটিভিতে প্রচারিত হবে।
ধারাবাহিকের মোস্তফা চরিত্রে অভিনয় করেছেন ইলকের কালেলি। এছাড়া বুরসিন তেরজিওগুল, মুসা উজুনলারসহ আরও অনেক জনপ্রিয় তুর্কি অভিনেতা-অভিনেত্রী এতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বাংলা ডাবিং পরিচালনা করেছেন তাপস কুমার মৃধা।
এলআইএ/জিকেএস
Advertisement