চট্টগ্রাম রেঞ্জের পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশ বলেছেন, ৫ আগস্টের পর টেকনাফে যারা চাঁদাবাজে জড়িয়ে পড়েছেন, তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাবে পুলিশ। কোনো চাঁদাবাজ ছাড় পাবে না।
Advertisement
মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে কক্সবাজারের টেকনাফ মডেল থানা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
ডিআইজি আরও বলেন, মাদক কারবারি ও মাদকের সঙ্গে জড়িত এবং চাঁদাবাজদের বিরুদ্ধে আরও কঠিন অভিযান পরিচালনা করবে পুলিশ।
থানা পরিদর্শনকালে পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রীর পক্ষ থেকে ২৫ জন পথশিশুদের মাঝে শিক্ষাসামগ্রী ও বস্ত্র তুলে দেওয়া হয়। এছাড়া থানা প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন তিনি।
Advertisement
এসময় উপস্থিত ছিলেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ কাউছার সিকদার, কক্সবাজারের পুলিশ সুপার সাইফউদ্দীন শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসিম উদ্দীন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহমেদ পেয়ার এবং ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।
জাহাঙ্গীর আলম/এসআর/এএসএম