জুলাই গণঅভ্যুত্থানে আহত এক শিশুর কথা বর্ণনা করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়লেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (৩১ জুলাই) ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাব আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় নিজের বেদনা ও ক্ষোভের কথা জানান মির্জা ফখরুল।
Advertisement
এসময় গণঅভ্যুত্থানে আহত সাভারের এক শিশুর কৃত্রিম মাথা লাগানোর বিষয়টি উল্লেখ করে কান্নাজড়িত কণ্ঠে বিএনপি মহাসচিব বলেন, কালকে সাত বছরে একটি শিশু এসে হঠাৎ করে আমাকে জড়িয়ে ধরে। শিশুটি বলেছে আমার মাথায় খুলিটা নেই, খুলিটা প্লাস্টিকের। প্লাস্টিক দিয়ে আর্টিফিসিয়াল খুলি তৈরি করে লাগিয়ে দিয়েছে।
আবেগাপ্লুত ফখরুল বলেন, এর চেয়ে বড় ত্যাগ আর কী হতে পারে? আমরা যদি সঠিকভাবে তাদের পাশে দাঁড়াতে না পারি তাহলে ওই শিশুদের সঙ্গে, আমাদের বোন-মায়েদের সঙ্গে নিঃসন্দেহে একটা বড় প্রতারণা করবো।
এসময় গত এক বছরেও গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের তালিকা তৈরি করতে না পারায় অন্তর্বর্তী সরকারের ওপর ক্ষোভ প্রকাশ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা আছেন তারা এক বছরেও কি এদের খুঁজে পেলেন না? যারা এই দেশকে পরিবর্তনের জন্য প্রাণ দিল, রক্ত দিল, তাদের একটা তালিকা তৈরি করে সঠিকভাবে পুনর্বাসনের কোনো ব্যবস্থা করতে পারলেন না!
Advertisement
তিনি দ্রুত একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকারের কাছে রাষ্ট্রের দায়িত্ব তুলে দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, মৌলিক বিষয়গুলো আছে সেগুলো সমাধান করে দ্রুত নির্বাচনের একটা মোটামুটি ধারণা পাওয়া গেছে। ফেব্রুয়ারি মাসে নির্বাচন হলে নিজেদের মধ্যকার দ্বিধা কাটিয়ে আমরা একটা জায়গায় পৌঁছাতে পারবো।
কেএইচ/এসএইচএস/জিকেএস
Advertisement