জাতীয়

নিউমুরিং টার্মিনাল পরিচালনা করবে নৌবাহিনীর প্রতিষ্ঠান ড্রাইডক

নিউমুরিং টার্মিনাল পরিচালনা করবে নৌবাহিনীর প্রতিষ্ঠান ড্রাইডক

চট্টগ্রাম বন্দরের আলোচিত নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনা করবে চিটাগাং ড্রাইডক লিমিটেড (সিডিডিএল)। এনসিটি পরিচালনা নিয়ে আগামী ৬ জুলাইয়ের মধ্যে বন্দর ও ড্রাইডক কর্তৃপক্ষের মধ্যে চুক্তি হওয়ার কথা রয়েছে। চুক্তি পরবর্তী এনসিটিতে কনটেইনার অপারেশন শুরু করবে বাংলাদেশ নৌবাহিনীর অঙ্গ প্রতিষ্ঠানটি।

Advertisement

বন্দর সূত্র জানিয়েছে, ডিরেক্ট প্রকিউরমেন্ট মেথডে (ডিপিএম) এনসিটি পরিচালনা করবে চিটাগাং ড্রাইডক লিমিটেড। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নৌ পরিবহন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী ৬ মাসের জন্য এনসিটি পরিচালনা করবে চিটাগাং ড্রাইডক লিমিটেড। ৬ জুলাইয়ের আগেই তাদের সঙ্গে চুক্তি হবে। এরই মধ্যে ড্রাইডক কর্তৃপক্ষ বন্দরের এনসিটির অপারেশনাল কাজকর্ম বুঝে নেওয়ার প্রাথমিক কাজ শুরু করেছে বলে জানান তিনি।

আরও পড়ুন৬ মাসের জন্য চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব পাচ্ছে নৌবাহিনীছয় মাস নিজস্ব ব্যবস্থাপনায় চলবে নিউমুরিং টার্মিনাল

চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনালটি গত ১৭ বছর ধরে বেসরকারি প্রতিষ্ঠান দিয়ে পরিচালিত হয়ে আসছে। টার্মিনালটি বর্তমানে পরিচালনা করছে সাইফ পাওয়ারটেক লিমিটেড। আগামী ৬ জুলাই তাদের সঙ্গে বন্দর কর্তৃপক্ষের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এরপর থেকে টার্মিনালটি নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনার আগ্রহ দেখিয়ে ৬ মাসের জন্য ৪২ কোটি টাকা ব্যয় অনুমোদন দিয়েছে মন্ত্রণালয়।

Advertisement

এনসিটি চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় টার্মিনাল। টার্মিনালটিতে পাঁচটি জেটি রয়েছে। এতে চারটি সমুদ্রগ্রামী জাহাজ এবং একটি অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী জাহাজ বার্থিং করতে পারে। ২০২৪ সালে চট্টগ্রাম বন্দর ৩২ লাখ ৭৫ হাজার ৬২৭ টিইইউস কন্টেইনার হ্যান্ডলিং করে। যার মধ্যে ১২ লাখ ৮১ হাজার টিইইউস কনটেইনার হ্যান্ডলিং হয়েছে এনসিটিতে। যা বন্দরের মোট কনটেইনার হ্যান্ডলিংয়ের ৪৪ শতাংশ।

বিগত আওয়ামী লীগ সরকার এনসিটি পরিচালনায় সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রক্রিয়া শুরু করে। অন্তর্বর্তী সরকারও ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি পরিচালনার ভার দেওয়ার ব্যাপারে কার্যক্রম এগিয়ে নেয়। বিষয়টি নিয়ে আগামী নভেম্বরে চুক্তি হওয়ার কথা রয়েছে।

এমডিআইএইচ/কেএসআর/জেআইএম

Advertisement