খেলাধুলা

সতীর্থের মৃত্যু মানতে পারছেন না রোনালদো

সতীর্থের মৃত্যু মানতে পারছেন না রোনালদো

কত কতদিন জাতীয় দলে একসঙ্গে খেলেছেন। কদিন আগেই তো কাঁধে কাঁধ মিলিয়ে পর্তুগালের হয়ে জিতেছেন উয়েফা নেশন্স লিগ। সেই সতীর্থ দিয়োগো জোতা আর নেই, মাত্র ২৮ বছর বয়সেই! ক্রিশ্চিয়ানো রোনালদো কিছুতেই মানতে পারছেন না।

Advertisement

সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন লিভারপুল ও পর্তুগালের জাতীয় দলের তারকা ফুটবলার দিয়োগো জোতা। আজ বৃহস্পতিবার স্পেনের জামোরা প্রদেশে সানাব্রিয়া অঞ্চলের কাছে দুর্ঘটনায় ঘটে।

গত মৌসুমে লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ জয়। কিছুদিন পরেই পর্তুগালের হয়ে জিতলেন নেশন্স লিগ। এরপর দীর্ঘ ১৩ বছরের সঙ্গীকে বিয়ে। জীবনের সেরা অধ্যায়টাই পার করছিলেন জোতা। এমন সময়ে কিনা ডাক দিলেন মৃত্যুর দূত!

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, জোতা তার ভাই আন্দ্রে সিলভার সঙ্গে ভ্রমণ করছিলেন। এমন সময় তাদের গাড়িটি সড়ক থেকে ছিটকে পড়ে। এতে এক সঙ্গে দুই ভাই মারা যান। আন্দ্রে সিলভা পর্তুগালের ক্লাব পেনাফিয়েল এর হয়ে খেলতেন।

Advertisement

রোনালদো কিছুতেই মানতে পারছেন না, জোতা আর নেই। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তায় রোনালদো লিখেছেন, ‘এর কোনো মানে হয় না। এতদিন তো একসঙ্গে ছিলাম জাতীয় দলে, এই মাত্রই তো তোমার বিয়ে হলো। তোমার পরিবার, স্ত্রী এবং সন্তানদের প্রতি আমার গভীর সমবেদনা জানাই এবং তাদের জন্য অসীম শক্তি কামনা করি। আমি জানি তুমি সবসময় তাদের সঙ্গেই থাকবে। শান্তিতে ঘুমাও ডিয়োগো এবং আন্দ্রে (জোতার ভাই), আমরা সবাই তোমাদের খুব মিস করবো।’

এমএমআর/জিকেএস