আইন-আদালত

প্রতারণার অভিযোগে পান্ডামার্টের বিরুদ্ধে মামলার আবেদন

প্রতারণার অভিযোগে পান্ডামার্টের বিরুদ্ধে মামলার আবেদন

ডকুমেন্ট জালিয়াতি, টাকা আত্মসাৎ, পাওনা টাকা চাইলে সাপ্লায়ারকে হুমকি ও চুক্তিভঙ্গের অভিযোগে ফুডপান্ডার সহযোগী প্রতিষ্ঠান পান্ডামার্টের বিরুদ্ধে চারটি মামলা করেছেন এক ব্যবসায়ী।

Advertisement

বৃহস্পতিবার (৩ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহর আদালতে এ মামলার আবেদন করেন ফার্স্ট টেলি সেলস কোম্পানির স্বত্বাধিকারী শিহাব মাহমুদ বশির। আদালত মামলার নথি পর্যালোচনা সাপেক্ষে পরে আদেশ দেবে বলে জানিয়েছেন।

মামলায় অভিযুক্তরা হলেন, পান্ডামার্টের কো-ফাউন্ডার ও ব্যবস্থাপনা পরিচালক সৈয়দা আমবারীন রেজা, জুবায়ের সিদ্দিকী, পরিচালক মো. তাবরেজ খান (ভারতীয় নাগরিক), সিনিয়র ম্যানেজার মো. সাজেদুল হক, হেড অব ক্যাটাগরি দিলারা ফারুক ও এক্সিকিউটিভ ক্যাটাগরি ম্যানেজমেন্ট ডাইরেক্টর মো. তৌকির।

বিষয়টি নিশ্চিত করে মামলার বাদী শিহাব মাহমুদ বলেন, পান্ডামার্টের সঙ্গে আমার ব্যবসায়িক সম্পর্ক। কিন্তু তারা ব্যবসার চুক্তি ভঙ্গ করেছে। পাওনা টাকা চাইলে সাপ্লায়ারকে হুমকি দেয়, ডকুমেন্টস জালিয়াতি করেছেন। এসব অভিযোগে চারটি মামলার আবেদন করেছি। এতে মোট ৫ কোটি ৬০ লাখ টাকার ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।

Advertisement

আইনজীবী কাজী মফিজুল ইসলাম বলেন, মামলায় ৫ কোটি ৬০ লাখ টাকার ক্ষতিপূরণ চেয়ে ছয়জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। দুই নম্বর সিএমএম আদালতে এ মামলার আবেদন করা হয়েছে। বিচারক পরে আদেশ দেবেন বলেছেন।

এমআইএন/এমআরএম/জিকেএস