সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন লিভারপুল ও পর্তুগালের জাতীয় দলের তারকা ফুটবলার দিয়োগো জোতা। আজ বৃহস্পতিবার স্পেনের জামোরা প্রদেশে সানাব্রিয়া অঞ্চলের কাছে দুর্ঘটনায় ঘটে।
Advertisement
মাত্র ১০ দিন আগে রুতে কারদোসোকে বিয়ে করেছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগের এই ফুটবলার।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, জোতা তার ভাই আন্দ্রে সিলভার সঙ্গে ভ্রমণ করছিলেন। এমন সময় তাদের গাড়িটি সড়ক থেকে ছিটকে পড়ে। এতে এক সঙ্গে দুই ভাই মারা যান। আন্দ্রে সিলভা পর্তুগালের ক্লাব পেনাফিয়েল এর হয়ে খেলতেন।
ইংলিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, কাস্তিয়া ও লেওন অঞ্চলের জরুরি পরিষেবা কর্তৃপক্ষ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।
Advertisement
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সড়ক থেকে ছিটকে পড়ে গাড়িটিতে আগুন ধরে যায় এবং সেই আগুন আশপাশের বনভূমিতেও ছড়িয়ে পড়ে।
২৮ বছর বয়সী এই তারকার অকাল মৃত্যুতে পর্তুগাল ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েঙ্কা বলেন, ‘দিয়োগো জোতা ও আন্দ্রে সিলভার মৃত্যুতে পর্তুগাল ফুটবল ফেডারেশন এবং গোটা পর্তুগিজ ফুটবল জগত শোকাহত। সে শুধু একজন দুর্দান্ত খেলোয়াড় নয়, প্রায় ৫০টি আন্তর্জাতিক ম্যাচ খেলা দিয়োগো জোতা ছিলেন এক অসাধারণ মানুষ।’
‘আমি ব্যক্তিগত ও পর্তুগাল ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে আমি দিয়োগো ও আন্দ্রের পরিবার, বন্ধু, লিভারপুল এফসি এবং পেনাফিয়েল ক্লাবের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাই।’
তিনি আরও বলেন, ‘দুইজন চ্যাম্পিয়নকে হারালাম। দিয়োগো ও আন্দ্রে সিলভার এই অনুপস্থিতি পর্তুগিজ ফুটবলের জন্য এক অপূরণীয় ক্ষতি এবং আমরা প্রতিদিন তাদের উত্তরাধিকারকে সম্মান জানাতে সর্বোচ্চ চেষ্টা করবো।’
Advertisement
এমএইচ/