রাজনীতি

জুলাই বিপ্লব অর্থবহ করতে গণহত্যার বিচার হতে হবে: সেলিম উদ্দিন

জুলাই বিপ্লব অর্থবহ করতে গণহত্যার বিচার হতে হবে: সেলিম উদ্দিন

জুলাই বিপ্লবের মাধ্যমে দেশ ও জাতির ভাগ্য পরিবর্তনের ঐতিহাসিক শুভ সূচনা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

Advertisement

বুধবার (২ জুলাই) দুপুরে রাজধানীর মহাখালী জামিয়া মুহাম্মাদিয়া ইসলামিয়া মাদরাসায় জামায়াতের ঢাকা মহানগরী উত্তর আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্র ঘোষিত খাবার বিতরণ কর্মসূচি পালনকালে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

সেলিম উদ্দিন বলেন, মূলত ছাত্র-জনতার ঐক্যবদ্ধ জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী বাকশালীদের প্রায় ১৬ বছরের অপশাসন-দুঃশাসনের কবল থেকে জাতি মুক্তি পেয়েছে। দেশের মানুষ নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে এগিয়ে চলছে। জুলাই বিপ্লব আমাদের এ বার্তায় দিয়েছে যে, দেশে হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, গুম, অপহরণ, গুপ্তহত্যাসহ কোনো মনোপলির রাজনীতি চলবে না।

তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও দেশের মানুষ তাদের অধিকারের নিশ্চয়তা পায়নি। মানুষের তৈরি করা আইন দিয়ে তাদের ওপর অপশাসন-শাসন চালানো হয়েছে। কেড়ে নেওয়া হয়েছে তাদের সকল ধরনের অধিকার। মানুষের তৈরি করা আইন দিয়ে মানুষের কল্যাণ কোনোভাবেই সম্ভব নয়; আল্লাহর দেওয়া জীবন বিধানই নির্ভুল।

Advertisement

কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ইয়াছিন আরাফাত, ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার, ঢাকা-১৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এস এম খালিদুজ্জামান, জামিয়া মুহাম্মাদিয়া ইসলামিয়া, ঢাকার মুহতামিম শায়খুল হাদিস মুফতী মাওলানা নো’মান, সহ- মুহতামিম মুফতী ওয়াজেদ আলী, গুলশান পশ্চিম থানা জামায়াতের আমির মাহমুদুর রহমান আজাদ ও পূর্ব থানা আমির জিল্লুর রহমান প্রমুখ।

এএএম/এমআইএইচএস