খেলাধুলা

বাংলাদেশসহ যে ১১ দল এশিয়ান কাপে খেলা নিশ্চিত করেছে

বাংলাদেশসহ যে ১১ দল এশিয়ান কাপে খেলা নিশ্চিত করেছে

এএফসি নারী এশিয়ান কাপ বাছাইয়ের ৮ গ্রুপের মধ্যে ৭ টির খেলা শেষ হয়েছে শনিবার। 'এ' গ্রুপের খেলা শুরু হবে সোমবার।

Advertisement

দক্ষিণ এশিয়ার দুটি দল এ পর্যন্ত এশিয়ান কাপের টিকিট নিশ্চিত করেছে। বাংলাদেশের পর এ যোগ্যতা অর্জন করেছে ভারত। শনিবার 'বি' গ্রুপের শেষ ম্যাচে থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করে ভারত।

বাছাই থেকে প্রথম দল হিসেবে চূড়ান্ত পর্বে নাম লিখিয়েছিল বাংলদেশ। দ্বিতীয় দেশ হিসেবে 'জি' গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ফিলিপাইন, তৃতীয় দেশ হিসেবে 'ই' গ্রুপ চ্যাম্পিয়ন ভিয়েতনাম চূড়ান্ত পর্বে নাম লিখিয়েছে। ভারতের পর নবম দেশ হিসেবে 'ডি' গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চাইনিজ তাইপে চূড়ান্ত পর্বে উঠেছে।

এ পর্যন্ত ১১ টি দেশের এশিয়ান কাপের খেলা নিশ্চিত হয়েছে। দক্ষিণ এশিয়ার আরেক দেশ নেপালের দুর্ভাগ্য; তারা টাইব্রেকারে উজবেকিস্তানের কাছে হেরে গেছে। দুই ম্যাচ করে খেলার পর দুই দলেরই পয়েন্ট ছিল ৬ করে। শনিবার শেষ ম্যাচ ড্র হওয়ায় চূড়ান্ত পর্বে যাওয়ার জন্য টাইব্রেকারে ভাগ্য নির্ধারণ হয়।

Advertisement

১২ দেশের এশিয়ান কাপে খেলা নিশ্চিত করা ১১ দল হচ্ছে- অস্ট্রেলিয়া, চীন, কোরিয়া, জাপান, বাংলাদেশ, ফিলিপাইন, ভিয়েতনাম, ভারত, চাইনিজ তাইপে, উত্তর কোরিয়া ও উজবেকিস্তান।

আরআই/এমএইচ/জেআইএম