তথ্যপ্রযুক্তি

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ইউটিউবের নতুন নিয়ম

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ইউটিউবের নতুন নিয়ম

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব ব্যবহার করেন সব বয়সী মানুষ। শিশুদের জন্য রয়েছে ইউটিউব কিডস। অনেকেই ইউটিউবে কনটেন্ট বানিয়ে মাসে লাখ লাখ টাকা আয় করেন। বিভিন্ন ধরনের কনটেন্ট আপলোড করেন এখানে। যেখানে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়।

Advertisement

এই ভিউ থেকেই আয় করেন কনটেন্ট ক্রিয়েটর। তবে এবার ইউটিউব কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন নিয়ম আনলো। যা কনটেন্ট ক্রিয়েটরদের জন্য একটি দুঃসংবাদ বটে! নতুন নিয়ম অনুযায়ী, ইউটিউবাররা তাদের পুরোনো ভিডিও দ্বিতীয়বার আপলোড করে সেখান থেকে আয় করতে পারবেন না।

আগামী ১৫ জুলাই থেকে ইউটিউব তাদের নিয়মে এই বদল আনতে চলেছে। কিন্তু কেন এই সিদ্ধান্ত প্ল্যাটফর্মটির? তার পেছনে আছে বিশেষ এক কারণ। মূলত যে ইউটিউবাররা ভালো কাজ করছেন তাদের সুরক্ষা প্রদান এবং প্ল্যাটফর্মের অপব্যবহার বন্ধ করার লক্ষ্যেই নতুন এই নিয়ম আনতে চলেছে সংস্থাটি।

অনেক ইউটিউবাররাই তাদের চ্যানেলে নিজেদের পূর্ব প্রকাশিত ভিডিও ফের আপলোড করেন এবং সেখান থেকে অনৈতিকভাবে আয় করেন। শুধু তাই নয় সম্প্রতি দেখা গিয়েছে, বেশ কিছু ইউটিউবার তাদের চ্যানেলে অন্য ইউটিবারের বানানো ভিডিও কিংবা কৃত্রিম মেধা দ্বারা তৈরি করা ভিডিও আপলোড করে সেখান থেকে আয় করছেন।

Advertisement

মূলত এই ধরনের অন্যায্য কার্যকলাপ থেকে ইউটিউবারদের বিরত রাখতে এবং প্ল্যাটফর্মের গুরুত্ব ও গ্রহণযোগ্যতা আরও বাড়িয়ে তুলতে নয়া এই পদক্ষেপ করতে চলেছে গুগলের প্ল্যাটফর্মটি।

ইউটিউবের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ইউটিউব পার্টনার প্রোগ্রাম’ সর্বদা ইউটিউবারদের নিজস্ব বানানো ভিডিও প্ল্যাটফর্মটিতে আপলোড করার নির্দেশ দিয়ে এসেছে। কিন্তু এই নিয়ম লঙ্ঘন হচ্ছে। তাই আগামী ১৫ জুলাই থেকে ইউটিউবে আপলোড করা সব ভিডিও মূল্যায়ন করবে সংস্থাটি এবং সেই অনুযায়ী নির্মাতাদের পারিশ্রমিক দেওয়া হবে। এতে যারা আসল কনটেন্ট ক্রিয়েটর তাদের লাভ হবে এবং যারা অসাধু উপায়ে অন্যের কনটেন্ট চুরি করছিল এতদিন তাদের আয়ের পথ বন্ধ হবে।

আরও পড়ুনইউটিউবে পছন্দের ভিডিও খুঁজে পাওয়া আরও সহজ হবেএবার কনটেন্টের ওপর কড়া নজর রাখবে ইউটিউব

সূত্র: গ্যাজেট ৩৬০

কেএসকে/জেআইএম

Advertisement