জাতীয়

অবশেষে পটিয়া থানার ওসি জায়েদ প্রত্যাহার

অবশেষে পটিয়া থানার ওসি জায়েদ প্রত্যাহার

অবশেষে জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির প্রেক্ষিতে চট্টগ্রামের পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূরকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার (২ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে তাকে প্রত্যাহার করা হয়।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম সান্তু। তিনি বলেন, পটিয়া থানার ওসিকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

এর আগে ওসি আবু জায়েদ মো. নাজমুন নূরের প্রত্যাহারের দাবিতে বুধবার সকাল ১০টা থেকে পটিয়া থানার মোড় এবং দুপুর ১২টা থেকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ইন্দ্রপোল এলাকায় সড়ক অবরোধ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বুধবার সন্ধ্যা ৭টায় সেই অবরোধ প্রত্যাহারের আগে বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে পটিয়া থানার ওসিকে প্রত্যাহারের আলটিমেটাম দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

আরও পড়ুন

Advertisement

পটিয়া থানার ওসিকে প্রত্যাহারে ১৫ ঘণ্টার আলটিমেটাম চট্টগ্রামে ডিআইজি অফিস ঘেরাও, সড়ক অবরোধ

শিক্ষার্থীদের অভিযোগ, মঙ্গলবার রাতে পটিয়া পৌর সদরের ওয়াপদা রোড এলাকা থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে ধরে পুলিশে দিতে চাইলেও গ্রেফতারে অনীহা দেখান ওসি জায়েদ। পরে ওসির নির্দেশে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীদের ওপর দুই দফা হামলা চালায় পুলিশ। এতে ২০ জনের মতো শিক্ষার্থী আহত হন।

এ ঘটনার প্রতিবাদে ঘটনার সুষ্ঠু বিচার ও ওসি নাজমুন নূরকে প্রত্যাহারের দাবিতে সকাল ১০টা থেকে পটিয়া থানা ঘেরাও করে বৈষম্য বিরোধী আন্দোলন। পরে থানার সামনের মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে বিক্ষোভকারীরা।

পরে দুপুর পৌনে ১২টা থেকে দপটিয়া ইন্দ্রপোল এলাকায় মূল সড়কে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। এতে মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে এ ঘটনায় ডিআইজির সঙ্গে সাক্ষাতে ব্যর্থ হয়ে বিকেল ৩টা থেকে নগরীর খুলশীতে সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা।

Advertisement

এমডিআইএইচ/এমআইএইচএস