চট্টগ্রাম শহরে ক্রমাগত বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। একদিনের ব্যবধানে বেড়েছে করোনা পরীক্ষাও। গত ২৪ ঘণ্টায় ১৩৬টি নমুনা পরীক্ষা করে তিনজনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭৮ জনে।
Advertisement
রোববার (৬ জুলাই) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত করোনা প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রাম জেলার ১৫টি ল্যাবের ৯টিতে ১৩৬টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে শেভরণে ১৬টি নমুনা পরীক্ষায় দুইজন, এপিক হেলথ কেয়ারে ৪৩টি নমুনা পরীক্ষায় একজনের করোনা শনাক্ত হয়। আক্রান্ত তিনজনের মধ্যে একজন উপজেলা এবং দুইজন নগরের বিভিন্ন এলাকার বাসিন্দা।
সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, করোনা মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি। নিয়মিত মাস্ক ব্যবহার ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকার মধ্য দিয়ে সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব।
Advertisement
এমআরএম/জেআইএম