দেশজুড়ে

অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, নারী আটক

অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, নারী আটক

অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে এক ভারতীয় নারীকে আটক করেছে বিজিবি।

Advertisement

রোববার (২৯ জুন) রাত ১০টার দিকে সীমান্ত পিলার-৬০/১০৫ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

সোমবার (৩০ জুন) মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মুন্সী ইমদাদুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক ভারতীয় নারীর নাম ফাল্গুনী রায় (২৮)। তিনি ভারতের নদীয়া জেলার বনগাঁ থানার আরশিংড়ী গ্রামের মৃত বিশ্বনাথ রায়ের মেয়ে।

Advertisement

বিজিবি জানায়, ভারতীয় ওই নারী দুই বছর আগে যশোর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেন। পরে তিনি যশোরের ঝিকরগাছা থানার গদখালী গ্রামে খালার বাড়িতে বসবাস করছিলেন। গত ২৫ এপ্রিল অবৈধভাবে ওই নারী ভারতে প্রবেশের চেষ্টাকালে কুমিল্লাপাড়া বিওপির বিজিবি সদস্যদের হাতে আটক হন। পরে তাকে মহেশপুর থানায় সোপর্দ করে বিজিবি।

ওই ঘটনায় ওই নারীর নামে মামলা করে পুলিশ। ৫০ দিন কারাভোগের পরে মুক্তি পেয়ে রোববার দ্বিতীয় দফায় অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেন তিনি। পরে তাকে আটক করে সোমবার দুপুরে পুনরায় মহেশপুর থানায় সোপর্দ করে বিজিবি।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, আটক ভারতীয় নারীকে আদালতে সোপর্দ করা হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

শাহজাহান নবীন/এসআর/এএসএম

Advertisement