সাতক্ষীরা প্রেস ক্লাবে বিবদমান দ্বন্দ্বে দুই গ্রুপের মারামারির ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার (৩০ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
Advertisement
তারা হলেন, ডিবিসি টেলিভিশন প্রতিনিধি বেলাল হোসেন, ভোরের আকাশ প্রতিনিধি আমিনুর রহমান, দৈনিক ঢাকার ডাক প্রতিনিধি তৌফিকুজ্জামান লিটু। বাকিদের পরিচয় পাওয়া যায়নি।
প্রেস ক্লাব (একাংশ) সভাপতি আবুল কাশেম জানান, ক্লাবে আমরা একটি সাধারণ সভা ডাকি। সে সভায় যেতে ক্লাবে প্রবেশের সময় প্রতিপক্ষের লোকজন বহিরাগতদের নিয়ে হামলা চালায়। এতে দুজনের মাথা ফেটে যায়। তারা হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া অনেকে আহত হয়েছেন। এ সময় পুলিশের উপস্থিতি ছিল। তাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ।
তিনি আরও জানান, প্রতিবাদে আগামীকাল সকালে সাতক্ষীরা নিউ মার্কেট চত্বরে প্রতিবাদ মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। একই সঙ্গে এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।
Advertisement
অভিযোগ অস্বীকার করে ক্লাবের (অপর অংশ) সাধারণ সম্পাদক আব্দুল বারী জানান, বিবদমান সমস্যা সমাধানে দুই গ্রুপের বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু প্রতিপক্ষ সেটি না মানায় সকালে হাতাহাতির ঘটনা ঘটে। এতে আমাদের পাঁচজন আহত হয়েছেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, আমরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে সেনাবাহিনী উপস্থিত রয়েছেন।
এর আগে ৫ আগস্ট পরবর্তী সাতক্ষীরা প্রেস ক্লাবে আবু সাঈদ ও আব্দুল বারী নিজেদের সভাপতি সাধারণ সম্পাদক ঘোষণা করেন। পরে আবুল কাশেম সভাপতি ও আসাদুজ্জামান সাধারণ সম্পাদক হয়ে প্রেস ক্লাবের নতুন আরেকটি কমিটি ঘোষণা করা হয়। এনিয়ে দুই গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। আবুল কাশেম ও আসাদুজ্জামানের নেতৃত্বে ৭০-৮০ জন সাংবাদিক প্রেস ক্লাবে প্রবেশকালে বহিরাগত সন্ত্রাসীরা সাংবাদিকদের ওপর হামলা চালায়।
আহসানুর রহমান রাজীব/আরএইচ/এমএস
Advertisement