জাতীয়

বাংলাদেশে প্রজন্মের পর প্রজন্ম গান্ধীকে স্মরণ করে

বাংলাদেশে প্রজন্মের পর প্রজন্ম গান্ধীকে স্মরণ করে

বাংলাদেশে প্রজন্মের পর প্রজন্ম ধর্ম-বিশ্বাস নির্বিশেষে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলে জানিয়েছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ।

Advertisement

সোমবার (৩০ জুন) নয়াদিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে তিনি এ কথা জানান।

রিয়াজ হামিদুল্লাহ বলেন, বাংলাদেশে প্রজন্মের পর প্রজন্ম, ধর্ম-বিশ্বাস নির্বিশেষে মহাত্মা গান্ধীর উত্তরাধিকারকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। বিশেষ করে কঠিন সময়েও গান্ধীজি যে মূল্যবোধ চর্চা ও লালন করেছিলেন- যেমন সহমর্মিতা, সহনশীলতা ও বহুত্ববাদ, সেগুলো বাংলাদেশে এখনো সমানভাবে প্রাসঙ্গিক।

আরও পড়ুন বাংলাদেশ থেকে কাঁচাপাট আমদানি নিষিদ্ধ, খুশি নন ভারতীয় ব্যবসায়ীরা

এর আগে গত ২৯ মে ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে আনুষ্ঠানিকভাবে নিজের পরিচয়পত্র পেশ করেন।

Advertisement

এপ্রিলের প্রথম সপ্তাহে তিনি বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দিল্লি পৌঁছান। ১৫ মে ভারতের রাষ্ট্রপতির কাছে রিয়াজ হামিদুল্লাহর পরিচয়পত্র পেশ করার কথা ছিল।

তবে নির্ধারিত সময়ের তিন ঘণ্টা আগে রিয়াজ হামিদুল্লাহর পরিচয়পত্র পেশ স্থগিত করা হয়। ভারত সরকারের এ সিদ্ধান্তের কথা দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশ হাইকমিশনকে জানানো হয়। তবে এই স্থগিতের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি।

এদিকে পরিচয়পত্র পেশের পরে রিয়াজ হামিদুল্লাহ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গেও সাক্ষাৎ করেছেন।

জেপিআই/ইএ/এএসএম

Advertisement