জাতীয়

বৃষ্টি কমবে কবে, জানালো আবহাওয়া অফিস

বৃষ্টি কমবে কবে, জানালো আবহাওয়া অফিস

গত শুক্রবার (৪ জুলাই) থেকে দেশে বৃষ্টি বেড়েছে। এই বৃষ্টিপাত আগামীকাল মঙ্গলবার (৮ জুলাই) পর্যন্ত অব্যাহত থাকতে পারে। বুধবার (৯ জুলাই) থেকে বৃষ্টিপাত অনেকটা কমে যেতে পারে।

Advertisement

আবহাওয়া অফিস বলছে, মৌসুমি বায়ু বর্তমানে দেশের দক্ষিণাঞ্চলে সক্রিয়। এজন্য দেশের উপকূলীয় জেলাগুলোতে ভারী থেকে অতিভারী বর্ষণ হচ্ছে। এছাড়া ঢাকাসহ দেশের মধ্যাঞ্চলে বৃষ্টি হচ্ছে

গতকাল রোববার সন্ধ্যা থেকে আজ সন্ধ্যা পর্যন্ত দেশে সর্বোচ্চ ১৬৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে কক্সবাজারে। এসময় ঢাকায় বৃষ্টি হয়েছে ১ মিলিমিটার।

আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানিয়েছেন, আগামীকাল মঙ্গলবারও ঢাকায় বৃষ্টি হবে। বুধবার থেকে বৃষ্টি কমে আসবে। বৃহস্পতিবার (১০ জুলাই) থেকে সারাদেশে তাপমাত্রা বাড়তে পারে। এসময় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।

Advertisement

সোমবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

সারাদেশের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী বুধবার রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, যুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছিল ডিমলায়। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

Advertisement

আরএএস/বিএ/জেআইএম