খেলাধুলা

বিসিবিতে ৪০ এজেন্ডার বোর্ডসভা আজ

বিসিবিতে ৪০ এজেন্ডার বোর্ডসভা আজ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আরও একটি সভা অনুষ্ঠিত হবে আজ সোমবার। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ হারের পর এই সভা হচ্ছে বিধায় এটি নিয়ে ভক্ত-সমর্থকদের কৌতূহল অনেক বেশি। কেউ কেউ ভাবছেন, এ সভা থেকে বড় কিছু সিদ্ধান্ত আসতে পারে।

Advertisement

কৌতূহল মেটাতে ভক্তদের অপেক্ষা করতে হবে বিকেল ৩টা পর্যন্ত। সে সময় সভা শুরু হবে। সন্ধ্যা নাগাদ এ সভা শেষেই আনুষ্ঠানিকভাবে জানা যাবে কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে এবং কী কী সিদ্ধান্ত হয়েছে।

তার আগেই আজকের বোডসভার আলোচ্য বিষয় সম্পর্কে জানতে বিসিবিতে নিজস্ব সূত্রের সঙ্গে যোগাযোগ করে জাগো নিউজ। বিসিবির ওই সূত্র জাগো নিউজকে জানিয়েছেন, আজকের বোর্ডসভায় ৪০টি এজেন্ডা থাকবে।

বিসিবিতে এর আগে একসঙ্গে এতগুলো এজেন্ডা নিয়ে আলোচনার রেকর্ড নিকট অতীতে নেই। এবার কেন ব্যতিক্রমী সিদ্ধান্ত হলো?

Advertisement

এই প্রশ্নের জবাবে সূত্র জানিয়েছে, বিসিবির বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির গেল কয়েক মাসের পারফরম্যান্স নিয়ে আলোচনার জন্যই মূল এতগুলো এজেন্ডা ঠিক করা হয়েছে। বোর্ডসভায় বিসিবিপ্রধান আমিনুল ইসলাম বুলবুল সবগুলো কমিটির ভালো মন্দ, ত্রুটি-বিচ্যুতি নিয়ে বিস্তারিত আলোচনা শুনবেন।

এর বাইরে জানা গেছে, বিপিএলের সম্ভাব্য শুরুর তারিখ এবং প্লেয়ার্স ড্রাফটের দিনক্ষণ চূড়ান্ত হতে পারে। বিসিবির নতুন অর্থবছরের বাজেট আলোচনাও অনুমোদন আছে এবারের এজেন্ডায়।

এছাড়া শ্রীলঙ্কা টেস্ট সিরিজের পোস্টমর্টেম এবং অধিনায়ক ইস্যুতে টানাপোড়েন নিয়েও কথা-বার্তা হবে। তবে যেহেতু বোর্ড পরিচালক ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম অবস্থান করছেন শ্রীলঙ্কায়, তাই ওই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসার সম্ভাবনা কম।

এআরবি/এমএইচ/জেআইএম

Advertisement