সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পর এবার বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের ফেসবুক ব্যবহারে নজরদারি কঠোর করার কথা জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
Advertisement
‘সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের অনুশাসন’ না মানলে তা চাকরিবিধি লঙ্ঘন ও অসদাচরণের পর্যায়ভুক্ত অপরাধ হবে বলেও হুঁশিয়ার করা হয়েছে।
রোববার (২৯ জুন) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে দেশের সব সরকারি কলেজের অধ্যক্ষ ও সংশ্লিষ্টদের কাছে এ চিঠি পাঠানো হয়েছে।
সোমবার (৩০ জুন) মাউশির ওয়েবসাইটে এ চিঠি প্রকাশ করা হয়।
Advertisement
চিঠিতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০১৫ সালের ১৫ জানুয়ারি ও মাউশি অধিদপ্তরের ২০২০ সালের ২২ অক্টোবরের জারিকৃত প্রজ্ঞাপনের আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সরকারের সুনির্দিষ্ট নির্দেশিকা, সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০১৯ রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করার ক্ষেত্রে এ নির্দেশ অমান্য করা সরকারি চাকরিবিধির সুষ্পষ্ট লঙ্ঘন এবং সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা ২০১৮ অনুযায়ী অসদাচরণের পর্যায়ভুক্ত অপরাধ।
একই সঙ্গে মাউশি অধিদপ্তরের ২০২০ সালের ২২ অক্টোবর জারি করা এ সংক্রান্ত বিজ্ঞপ্তির নির্দেশনা যথাযথ অনুসরণ করার জন্য প্রতিষ্ঠান ও দপ্তরপ্রধানকে বলা হলো। সংশ্লিষ্ট সবাইকে এ নির্দেশিকা যথাযথভাবে অনুসরণের জন্য নির্দেশ দেওয়া হলো বলেও চিঠিতে উল্লেখ করা হয়।
এএএইচ/এসএনআর/জিকেএস
Advertisement