নোয়াখালীর সূবর্ণচরে বিধবা নারীকে হাত-পা বেঁধে ধর্ষণের ঘটনায় মো. সিরাজ উদ্দিন (২৬) নামে এক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)।
Advertisement
রোববার (২৯ জুন) রাতে চট্টগ্রামের জোরারগঞ্জ থানার ইছাখালী ইউনিয়নের হাফিজ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার সিরাজ উদ্দিন চরজব্বর থানার চরওয়াপদা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরকাজী মোখলেছ গ্রামের নবী মিয়া ছেলে।
র্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুন্ডু বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।
Advertisement
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ (সিপিসি-১) ফেনীর সহযোগিতায় ধর্ষণ মামলার মূলহোতা সিরাজ উদ্দিনকে গ্রেফতার করে চরজব্বার থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী বিধবা নারী স্বামী মারা যাওয়ার পর থেকে গত দুই বছর ছেলেকে নিয়ে বাবার বাড়ি চরওয়াপদা ইউনিয়নের চরকাজী মোখলেছ গ্রামে বসবাস করেন। গত ১১ মে রাত সাড়ে ৯টায় এক সহযোগীকে নিয়ে সিরাজ উদ্দিন ওই নারীকে বাড়িতে থেকে তুলে নির্জনস্থানে নিয়ে হাত-পা বেঁধে একাধিকবার ধর্ষণ করেন। এ ঘটনায় ১৩ মে সিরাজকে প্রধান করে চরজব্বর থানায় মামলা রুজু করা হয়।
ইকবাল হোসেন মজনু/কেএএ/
Advertisement