জাগো জবস

বিশ্বাস রাখলে সবকিছু সম্ভব: ড. ফারাহনাজ ফিরোজ

বিশ্বাস রাখলে সবকিছু সম্ভব: ড. ফারাহনাজ ফিরোজ

শিশুদের সৃজনশীল বিকাশ এবং খেলাধুলার মাধ্যমে শেখার পরিবেশ তৈরি করতে ধানমন্ডির পেনি অ্যান্ড পিটার্স প্লে-ল্যান্ড এরই মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। এই ইনডোর প্লে-গ্রাউন্ডটির প্রতিষ্ঠাতা ড. ফারাহনাজ ফিরোজ। যিনি স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের বোর্ড অব স্ট্রাস্টিজের চেয়ারম্যান এবং জেসিআই ঢাকা হেরিটেজের বর্তমান লোকাল প্রেসিডেন্ট। তিনি কাজ করছেন নারী উদ্যোক্তা এবং তরুণদের উন্নয়নেও।

Advertisement

সম্প্রতি তার এই উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কথা বলেছেন জাগো নিউজের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন বেনজির আবরার—

জাগো নিউজ: পেনি অ্যান্ড পিটার্স প্লে-ল্যান্ড প্রতিষ্ঠার পেছনে মূল অনুপ্রেরণা কী ছিল?ড. ফারাহনাজ ফিরোজ: আমার লক্ষ্য ছিল এমন একটি স্থান তৈরি করা; যেখানে শিশুরা নিরাপদ পরিবেশে খেলতে পারবে। একই সঙ্গে তাদের সৃজনশীলতা ও সামাজিক দক্ষতা বাড়াতে পারবে। বাংলাদেশে সাধারণত খেলার উপযোগী ইনডোর স্থান কম, যা শিশুদের বিকাশে একটি বড় বাধা। তাই পেনি অ্যান্ড পিটার্স প্লে-ল্যান্ডের মাধ্যমে চেয়েছি এ ঘাটতি পূরণ করতে।

জাগো নিউজ: আপনার মতে খেলার মাধ্যমে শিশুরা কীভাবে শেখে?ড. ফারাহনাজ ফিরোজ: খেলা হচ্ছে শিশুর প্রথম শিক্ষার মাধ্যম। বিভিন্ন ইন্টারেক্টিভ গেমস, আর্ট কর্নার এবং দলবদ্ধ কার্যক্রমের মাধ্যমে তারা সমাধান দক্ষতা, নেতৃত্বগুণ এবং যোগাযোগের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো শিখতে পারে। আমরা এমন সব কার্যক্রম রাখার চেষ্টা করেছি, যা তাদের বুদ্ধিবৃত্তিক এবং মানসিক বিকাশে সহায়ক।

Advertisement

আরও পড়ুন যুক্তরাষ্ট্রের নক্স কলেজে ৩ কোটির বৃত্তি পেলেন সাদ পড়াশোনা ও ক্যারিয়ার কোথায় নিচ্ছে এআই প্রযুক্তি?

জাগো নিউজ: পেনি অ্যান্ড পিটার্স ক্যাফে সম্পর্কে বলবেন? এটি কীভাবে প্লে-ল্যান্ডকে সম্পূর্ণ করে?ড. ফারাহনাজ ফিরোজ: হ্যাঁ, পেনি অ্যান্ড পিটার্স ক্যাফে মূলত শিশুদের কথা ভেবেই তৈরি। এখানে স্বাস্থ্যকর এবং সাশ্রয়ী মূল্যের খাবার রাখা হয়েছে। যেন অভিভাবকেরা নিশ্চিন্তে তাদের সন্তানদের সময় দিতে পারেন। এ ছাড়া বার্থডে সেলিব্রেশন এবং ছোট পার্টির জন্য ক্যাফেটি খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। যা পুরো অভিজ্ঞতাটিকে আরও স্মরণীয় করে তোলে।

জাগো নিউজ: একজন নারী উদ্যোক্তা এবং জেসিআই ঢাকা হেরিটেজের লোকাল প্রেসিডেন্ট হিসেবে চ্যালেঞ্জগুলো কী রকম?ড. ফারাহনাজ ফিরোজ: চ্যালেঞ্জ তো আছেই। তবে আমি বিশ্বাস করি, নেতৃত্বের মাধ্যমে শুধু প্রতিষ্ঠানই নয়, সমাজেও ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। জেসিআই ঢাকা হেরিটেজের মাধ্যমে আমি তরুণদের ক্ষমতায়ন এবং কমিউনিটি ডেভেলপমেন্টে কাজ করছি। নারী হিসেবে আমার লক্ষ্য অন্য নারীদেরও অনুপ্রাণিত করা, যেন তারা নির্দ্বিধায় নিজেদের স্বপ্ন পূরণে এগিয়ে যেতে পারে।

জাগো নিউজ: ভবিষ্যতে পেনি অ্যান্ড পিটার্স প্লে-ল্যান্ড নিয়ে আপনার পরিকল্পনা কী?ড. ফারাহনাজ ফিরোজ: আমরা চাই মডেলটি অন্যান্য এলাকায় ছড়িয়ে দিতে। যেন আরও বেশি শিশু উপকৃত হতে পারে। পাশাপাশি আরও কিছু শিক্ষণীয় কার্যক্রম এবং ওয়ার্কশপ চালু করার পরিকল্পনা আছে। যা শিশুদের মানসিক ও সৃজনশীল বিকাশে সহায়ক হবে।

জাগো নিউজ: নতুন উদ্যোক্তাদের জন্য আপনার পরামর্শ কী হবে?ড. ফারাহনাজ ফিরোজ: স্বপ্ন দেখুন এবং সে অনুযায়ী কাজ করুন। চ্যালেঞ্জ আসবেই কিন্তু বিশ্বাস রাখলে সবকিছু সম্ভব। আর সবচেয়ে বড় কথা, সমাজের প্রয়োজনে কিছু করার চেষ্টা করুন—সফলতা এমনিতেই আসবে।

Advertisement

এসইউ/এএসএম