চাঁদপুর সাহিত্য পরিষদের ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে প্রথমবারের মতো সভাপতি হয়েছেন কবি ও কথাশিল্পী ম. নূরে আলম পাটওয়ারী। সাধারণ সম্পাদক হয়েছেন কবি সুমন কুমার দত্ত। কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।
Advertisement
কার্যনির্বাহী পরিষদের অন্যরা হলেন—সিনিয়র সহ-সভাপতি মোখলেছুর রহমান ভূঁইয়া, সহ-সভাপতি দন্ত্যন ইসলাম ও আসাদুল্লা কাহাফ, যুগ্ম-সাধারণ সম্পাদক পান্থ ফরিদ, সাংগঠনিক সম্পাদক জাহিদ নয়ন, অর্থ-সম্পাদক কাজী সাইফ, দপ্তর সম্পাদক পলাশ কুমার দে, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইনুল তোহা।
নির্বাহী সদস্যরা হলেন—শাহমুব জুয়েল, দুখাই মুহাম্মাদ, আলমগীর হোসেন আঁচল, মো. জাহিদ হাসান, ফয়সাল মৃধা, হুসাইন মিলন ও সাদিয়া হোসেন মাধুরী।
আরও পড়ুন
Advertisement
সংগঠনটি জানায়, সম্প্রতি সাহিত্য একাডেমি চাঁদপুরের মোহাম্মদ নাসিরউদ্দীন মিলনায়তনে চাঁদপুর সাহিত্য পরিষদের নতুন কমিটি গঠনে সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। ১ জুলাই থেকে কমিটি দায়িত্ব পালন শুরু করে।
সাবেক সাধারণ সম্পাদক শাহমুব জুয়েল বলেন, ‘বিগত কমিটি অনেক ভালো কাজ করেছে। নতুন কমিটি গঠন একটি সাংগঠনিক প্রক্রিয়া। আশা করছি নতুন কমিটি সংগঠনকে গতিশীল করবে। সাহিত্যের উৎকর্ষ সাধনে ভূমিকা রাখবে।’
নবনির্বাচিত সাধারণ সম্পাদক সুমন কুমার দত্ত প্রতিক্রিয়ায় বলেন, ‘ভালো কিছু করার অপেক্ষায় আমরা। আশা করি সবার সহযোগিতায় সংগঠন তার লক্ষ্যে এগিয়ে যাবে।’
এসইউ/এমএস
Advertisement