ফেনী জেলায় মুহুরী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ১২ ঘণ্টা এ অবস্থা বজায় থাকতে পারে। ফলে ফেনী জেলার নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
Advertisement
মঙ্গলবার (৮ জুলাই) নদ-নদীর পরিস্থিতি ও পূর্বাভাসে এসব তথ্য জানায় সংস্থাটি।
এতে আরও বলা হয়, মুহুরী নদী অববাহিকায় আগামী ২৪ ঘণ্টা ভারী থেকে অতিভারী ও পরবর্তী দুইদিন মাঝারি থেকে মাঝারি-ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এছাড়া, চট্টগ্রাম বিভাগের হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীগুলোর পানি সমতল বাড়ছে। অন্যদিকে, গোমতী নদীর পানি সমতল স্থিতিশীল আছে। এই নদীগুলোর পানি সমতল আগামী একদিন ধরে বাড়তে পারে এবং পরবর্তী দুইদিন স্থিতিশীল থাকতে পারে বলে জানানো হয়েছে।
Advertisement
আরও পড়ুন
উপকূলজুড়ে অতিভারী বৃষ্টিপাত, পটুয়াখালীতে জনজীবন বিপর্যস্তকোমর পানির নিচে ফেনী শহর, ভেঙে পড়েছে যোগাযোগব্যবস্থাপূর্বাভাসে বলা হয়েছে, ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীসমূহের পানি সমতল বাড়ছে; যা আগামী তিনদিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে ও পরবর্তী দুইদিন কমতে পারে এবং বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। গঙ্গা-পদ্মা নদীগুলোর পানি সমতল বাড়ছে; যা আগামী পাঁচদিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এই সময়ে নদীগুলোর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।
সিলেটে সুরমা নদীর পানি সমতল কমছে ও কুশিয়ারা নদীর পানি সমতল স্থিতিশীল আছে এবং বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী তিনদিন এই নদীগুলোর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে। এই অববাহিকায় আগামী তিনদিন মাঝারি থেকে মাঝারি-ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় নদীগুলোতে স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতার জোয়ার বিরাজমান আছে; যা আগামী একদিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ বিরাজমান আছে এবং এই অববাহিকায় আগামী একদিন ভারী থেকে অতি ভারী ও পরবর্তী দুইদিন মাঝারি থেকে মাঝারি-ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
Advertisement
আরএএস/এএমএ/এএসএম